কান্দি: মেয়ের বিবাহ বিচ্ছেদের মামলার কারণে আদালতে (Murshidabad district Kandi court) এসেছিলেন শ্রীদাম মণ্ডল। কিন্তু, কে জানত আচমকা মাথা গরম করে আইনজীবীর উপরই চড়াও হবেন তিনি এবং সেই অভিযোগে শ্রীঘরে যেতে হবে বিচারপ্রার্থী এক বাবাকে! আইনজীবীকে অতর্কিত আক্রমণের ঘটনায় ধুন্ধুমার বাধল মুর্শিদাবাদ জেলার কান্দি আদালত চত্বরে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় আক্রান্ত আইনজীবী আবুল বাশার আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কান্দি থানা ও আদালত চত্বরে থাকা কর্তব্যরত পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিন দুপুরে ছাতিনাকান্দির বাসিন্দা শ্রীদাম মণ্ডল তাঁর মেয়ের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলা নিয়ে কান্দি আদালতে হাজির হন। সেই সময় আইনজীবী আবুল বাশারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তর্কাতর্কির সময় শ্রীদাম হঠাৎই আইনজীবীর উপর চড়াও হন বলে অভিযোগ।
ঘটনার কথা শুনে কান্দি মহকুমা আদালতের অন্য আইনজীবীরা ছুটে আসেন। পাল্টা শ্রীদাম মণ্ডলকেও মারধর করা হয় বলে জানা গিয়েছে। দুই পক্ষের সংঘর্ষের জেরে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কান্দি মহকুমা আদালত চত্বর। পরে কান্দি থানার পুলিস ও আদালতের কর্তব্যরত পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কান্দি থানার পুলিস শ্রীদামকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন WB Weather Update: উত্তর ভিজবে,দক্ষিণ পুড়বে, বলছে আলিপুর