skip to content
Thursday, May 1, 2025
HomeCurrent Newsকরোনায় মৃত্যু সিংহের

করোনায় মৃত্যু সিংহের

Follow Us :

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও একটি সিংহের। চেন্নাই শহর লাগোয়া ভান্ডালুর একটি চিড়িয়াখানার ঘটনা। ১২ বছর বয়সের ওই সিংহটির নাম পথনাথন। ৩ জুন ওই পুরুষ সিংহটির রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে পশু চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিল সে। তা সত্ত্বেও শেষরক্ষা হল না।

ভান্ডালুর আর্নিগার আনা জুলজিকাল পার্কের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ১০টা ১৫ নাগাদ সিংহটির মৃত্যু হয়েছে। ভোপালের ন্যাশানাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেস (এনআইএইচএসএডি) থেকে ৩ জুন ওই সিংহটির রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে পশু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিল পথনাথন।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে এবার গ্রীন ফাঙ্গাসের হানা

এর আগেও ওই চিড়িয়াখানায় করোনা আক্রান্ত হয়ে একটি সিংহির মৃত্যু হয়েছিল। ৩ জুন কোভিড পজিটিভ সিংহিটির মৃত্যু হয়। মৃত্যুর দু’দিন আগে তার রিপোর্ট পজিটিভ এসেছিল। তারপর চিকিৎসকদের পর্যবেক্ষণে দ্রুত চিকিৎসা শুরু হলেও আচমকা তার মৃত্যু হয়। ২৬ জুন একটি প্রেস বিজ্ঞপ্তিতে আর্নিগার আনা জুলজিকাল পার্ক কর্তৃপক্ষ জানায়, সাফারি পার্কের ৫টি সিংহের দেহে করোনার কিছু উপসর্গ ধরা পড়েছিল।

ওই ৫টি সিংহকে দ্রুত পশু চিকিৎসকরা আলাদাভাবে পর্যবেক্ষণ করেন। জুলজিকাল পার্কের তরফে মোট ১১টি সিংহের লালার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের রক্ত পরীক্ষাও করা হয়। ভোপালের ন্যাশানাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেস (এনআইএইচএসএডি) থেকে পাঠানো রিপোর্টে দেখা যায় ৯টি সিংহ কোভিড পজিটিভ। রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ওই চিড়িয়াখানা ঘুরেও দেখেন।

আরও পড়ুন: ট্যুইটারের আইনি রক্ষাকবচ কাড়ল কেন্দ্র

উল্লেখ্য, ভারতে অভয়ারণ্য ও চিড়িয়াখানা মিলিয়ে কোনও বন্যপ্রাণীর করোনা হওয়ার ঘটনা প্রথম ঘটে হায়দরাবাদের নেহরু চিড়িয়াখানায়। ৪ মে একসঙ্গে ৮টি সিংহ কোভিড পজিটিভ হয়। ১৩ মে জয়পুরের চিড়িয়াখানায় একটি সিংহের শরীরে করোনার উপস্থিতি মেলে। চিকিৎসকদের ধারনা, সিংহগুলির দেখভালের দায়িত্বে থাকা কোনও কর্মীর থেকেই তারা সংক্রমিত হয়েছে। দেশের একাধিক গবেষণাগারে পশুদের সংক্রমণের চরিত্র জানতে গবেষণা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular