মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। জানিয়ে দেওয়া হলো বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। ক’দিন ধরেই মহারাষ্ট্রে কে মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন সেই নিয়ে চলছিল বিবাদ। আর এরই মধ্যেই বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল দেবেন্দ্র ফড়নবিশই হতে চলেছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে তাঁর নাম চূড়ান্ত করা হয়েছে। রবিবার রাতে এমন খবরই জানানো হলো বিজেপির পক্ষ থেকে।
উল্লেখ্য, কদিন আগেই ছিল মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। আর সেখানে বিজেপি ২৮৮ টি আসনের মধ্যে ১৩২ টি নিজেদের দখলে করেন। অপরদিকে, মহাযুতি জোটের মুখ্য সদস্য একনাথ শিন্ডে ৫৭ টি আসন পান শিবসেনায়। পাশাপাশি অপর দল এনসিপির দখলে আসে ৪১টি আসন। তার পর থেকেই কে হতে চলেছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী? এই নিয়ে শুরু হয় টানাপোড়েন।
আরও পড়ুন: বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চাই, ভারত সরকারের কাছে আবেদন RSS-এর
মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর পদের জন্য প্রথম থেকেই এগিয়ে ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ । কিন্তু সেই মতে একেবারেই রাজি ছিল না শিন্ডে শিবির। টানাপোড়নের মধ্যেই দেবেন্দ্র ফড়নবিশ নয়া দিল্লিতে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তবে একনাথ শিন্ডে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেন বিজেপি যাওয়ার সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন।
তারই মধ্যেই এবার বিজেপির এক প্রবীণ নেতা রবিবার জানিয়ে দেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ।
দেখুন অন্য খবর