আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই মহারাষ্ট্র নির্বাচন। কিন্তু তার আগেই মহারাষ্ট্রের রাজনীতি সরগরম। বিজেপি নেতার বিরুদ্ধে উঠল টাকা বিলি করার অভিযোগ। ৫ কোটি টাকা বিলি করার অভিযোগ উঠল মহারাষ্ট্রের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের বিরুদ্ধে। অভিযোগ তুলে সরব হয়েছে বহুজন বিকাশ আঘোড়ী দল। মহারাষ্ট্র দলের ওই নেতার দাবি, বিজেপি নেতা বিনোদ তাওড়ের ভোট কেনার জন্য ৫ কোটি টাকা বিলি করার চেষ্টা করছেন রাজ্যের ওই প্রাক্তন মন্ত্রী। ঘটনার জেড়ে বিজেপির ওই নেতাকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে।
বিকাশ আঘোড়ীর প্রধান হিতেন্দ্র কুমারের পালঘর জেলায় বেশ দখল রয়েছে। তিনি বিজেপি নেতা বিনোদ তাওড়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন নির্বাচনের আগে ৫ কোটি টাকা বিলি করার চেষ্টা করেছেন বিনোদ। যার জেরে হোটেল রুমেই কার্যত বচসা এবং সংঘর্ষে জড়ান বিজেপি এবং বহুজন বিকাশ আঘোড়ীর সদস্যরা।
ইতিমধ্যেই ঘটনার খবর সামনে আসার পরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। তাঁর হোটেল রুম থেকেও উদ্ধার করা হয়েছে নগদ কয়েক লক্ষ টাকা। ঘটনার সম্পর্কে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, বিজেপি নেতাকে ঘিরে রয়েছে বিরোধী জোটের কর্মী-সদস্যরা। এবং বিজেপি নেতার ব্যাগ থেকে উদ্ধার করা হয় নগদ টাকা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা।