নৈহাটিঃ আগে থেকেই জানানও হয়েছিল মঙ্গলবার নৈহাটি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দেবেন বড়মায়ের। সেই মত তিনি আজ পৌঁছে যান নৈহাটিতে। শাড়ি, ফুল দিয়ে পুজো দেওয়ার পাশাপাশি ঘণ্টা বাজিয়ে মঙ্গলারতি করেন তিনি। আর পুজো দেওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই নৈহাটি ফেরিঘাটের নতুন নামকরণ করেন মুখ্যমন্ত্রী। জানান, নৈহাটির ফেরিঘাটকে এবার থেকে বড়মা ফেরিঘাট বলে পরিচিতি পেতে চলেছে। শুধু নাম পরীবর্তনই নয়, নৈহাটি ফেরিঘাট আবার নতুন করে সাজিয়ে তোলার জন্য সাংসদ কোটা থেকে ১০ লক্ষ টাকা খরচ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ফেরিঘাট জুড়ে বসানো হবে হাইমাস্ক আলোও।
আরও পড়ুনঃ শিশু খুনের তদন্তে দু’দিন পর গুপ্তিপাড়ায় তিন সদস্যের ফরেনসিক দল
শুধুমাত্র ফেরিঘাট নবীকরণের কথাই বলা হয়নি, পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এলাকার মানুষ যাতে সঠিক পরিষেবা পায় সেই কথাকেই মাথায় রেখে নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি পরিষেবা চালু করা হবে।
উল্লেখ্য, এদিন বড়মায়ের পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিত যখন মুখ্যমন্ত্রীর গত্র জিজ্ঞেস করেন পুজো দেওয়ার জন্য তখন মুখ্যমন্ত্রী জানান তাঁর গত্র ‘মা-মাটি-মানুষ’। যা শুনে চমকে ওঠেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার গোত্র হল মা-মাটি-মানুষ। এখানে বলে নয়, আমি সব জায়গাতেই এই গোত্রে পুজো দিই।’
দেখুন অন্য খবর