মুম্বই: বৃহস্পতিবারও জামিন পেলেন না শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাই, আপাতত তাঁকে জেল হেফাজতেই থাকতে হচ্ছে। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার, ২০ অক্টোবর হবে। তত দিন আরিয়ানকে জেল হেফাজতেই থাকতে হবে। এ দিকে এতদিন পর্যন্ত আরিয়ান বিশেষ জেল হেফাজতে ছিলেন৷ কিন্তু, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে সাধারণ জেলেই রাখা হয়েছে৷
এ দিন শুনানির সময় মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)-র আইনজীবী অনিল সিংহ দাবি করেন, প্রমোদতরীর সেই পার্টিতে আরিয়ান মাদক চেয়ে পাঠিয়েছিলেন। আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গেও আরিয়ান জড়িত থাকতে পারে৷ তাই, তদন্তের স্বার্থে আরিয়ানকে হেফাজতে রাখার আবেদন জানান তিনি। পাল্টা আরিয়ানের আইনজীবী অমিত দেশাই বলেন, ‘‘আরিয়ানের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। ফোনালাপেও কোনও প্রমাণ মেলেনি। তাই আরিয়ান আটকে রাখার কোনও কারণ নেই।’’
আরও পড়ুন-সাভারকরকে মুচলেকা দিতে বলেছিলেন কে ? রাজনাথের বক্তব্যের যুক্তি খুঁজছে ইতিহাস
কর্ডেলিয়া ক্রুজ নামক প্রমোদতরণীতে তিনদিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। পনেরোশো যাত্রী নিয়ে মুম্বই থেকে গোয়া রওনা হয়েছিল ওই বিলাসবহুল প্রমোদতরী। কর্ডেলিয়া ক্রুজে ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড, ফ্যাশন, বাণিজ্যজগতের বিভিন্ন সদস্যরা।
আরও পড়ুন- ৪ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
আগে থেকে খবর পেয়ে শনিবার সেই বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা। সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। আরিয়ান ও তাঁর বন্ধুরা ছাড়া বাকিরা হলেন নুপুর সাতিজা, ইস্মিথ চন্দা, মহাক জাসওয়াল, গোমিত চোপড়া ও ভিক্রন্ত ছোক্কার।
আরও পড়ুন-সুপ্রিম কোর্ট বিস্তারিত তথ্য চাইতেই মন্ত্রীর ছেলেকে তলব উত্তরপ্রদেশ পুলিশের
এরপর রবিবার টানা জেরার পর গ্রেফতার করা হয় শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান এবং তাঁর দুই বন্ধু। আরিয়ানের কাছেও মিলেছে নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা। আরিয়ানের কাছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের মধ্যে রয়েছে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ৫ গ্রাম মেফেড্রোন ও ২২টি এমডিএমএ (একস্ট্যাসি) পিলস।