কলকাতাঃ সরকারি আধিকারিকদের ফাঁকিবাজির দিন শেষ। বেলা ১২ টায় অফিসে ঢোকা কিংবা সময়ের আগেই অফিস থেকে বেড়িয়ে যাওয়া আর সম্ভব হবে না বলে জানা যাচ্ছে। কারণ এবার নবান্নের হাজিরায় বাধ্যতামূলক করা হতে চলেছে বায়োমেট্রিক।
সূত্রের খবর, সরকারি কর্মচারীদের ফাঁকিবাজির অভিযোগ আগেও সামনে এসেছিল। সেই ফাঁকিবাজি ঠেকাতে আগেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য। আর এবার এই ইস্যুতে রাজ্য সরকারের পক্ষ থেকে সরাসরি জারি করা হলো বিজ্ঞপ্তি। চলতি মাস থেকেই নবান্নের কর্মচারীদের জন্য শুরু হতে চলেছে বায়োমেট্রিক পদ্ধতিতে অ্যাটেনডেন্স।
আরও পড়ুন : কালিকাপুরের ঝুপড়িতে বিধ্বংসী আগুন
যদিও বিজ্ঞপ্তিতে নবান্নের কিছু বিভাগের ক্ষেত্রে ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে। বাকি সব বিভাগের জন্য বায়োমেট্রিক বাধ্যতামূলক। গত ১১ নভেম্বর, সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। জানা যাচ্ছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে কার্যকর হতে চলেছে এই পদক্ষেপ।
উল্লেখ্য, এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে “ফাঁকিবাজ” চিকিৎসকদের ফাঁকিবাজি ঠেকাতে বাধ্যতামূলক বায়োমেট্রিক সিস্টেম চালু করা হয়। যা শিক্ষকদের পরিচালন করতে হবে অ্যাপের মাধ্যমে। সেই অ্যাপেই স্কুলে ঢোকার সময় দিতে হবে অ্যাটেনডেন্স, একই কাজ করতে হবে স্কুল থেকে বেড়ানোর সময় ও। বাকি সময় অন রাখতে হবে ফোনের জিপিএস। যাতে কখন কোন শিক্ষক কোথায় আছে তা যেন নখদর্পণে থাকে সরকারি আধিকারিকদের। আর এবার সেই একি নিয়ম চালু হতে চলেছে নবান্নের কর্মচারীদের জন্যও।
দেখুন অন্য খবর