Saturday, June 14, 2025
HomeCurrent NewsOlympics: মার্কিন মুলুকে পদক জয়ের লড়াইয়ে আসছে ক্রিকেট!

Olympics: মার্কিন মুলুকে পদক জয়ের লড়াইয়ে আসছে ক্রিকেট!

Follow Us :

এবার অলিম্পিক্স আসরে ক্রিকেট নিয়ে পদকের লড়াই হবে! ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ( আই সি সি) তেমনই ভাবছে। বিশ্ব ক্রিকেটের এই সংস্থার পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, ২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিক্স আসরে ক্রিকেটকে ঢোকানোর দাবি জানাতে চলেছে।

আগে অবশ্য এই নিয়ে মাথা ব্যাথা ছিল না ক্রিকেট কর্তাদের। কিন্তু হালে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী সংস্থা বিসিসিআই এমন দাবি জানিয়েছে। জানা গেছে, এই দাবি জোরালো করতে বিসিসিআই সচিব জয় শাহ নাকি কোমড় বেঁধে নেমেছেন। ইতিমধ্যে আইসিসি এই কারণে আলাদা একটি কমিটি বানিয়ে ফেলেছে। নাম দেওয়া হয়েছে এই কমিটির : অলিম্পিক ওয়ার্কিং গ্রুপ। এই গ্রুপ ২০২৮ অলিম্পিক্স আসরে ক্রিকেটকে পদক জয়ের লড়াইয়ে সামিল করার করবে।

এই ভাবনাকে আরো জোরদার করতে ডিজিটাল মিডিয়াতে প্রচার শুরু করে দিয়েছে। আইসিসি নিজস্ব টুইটার হান্ডলেকে কাজে লাগাতে শুরু করলো। জনমত জানতে একটি সমীক্ষা চালু হল। ক্রিকেটপ্রেমীদের কাছে জানতে চাওয়া হল, অলিম্পিক্স আসরে ক্রিকেট জায়গা পেলে, কী ধরনের ম্যাচ হওয়া উচিত। ৫০ ওভারের? নাকি টি টোয়েন্টি?

বলে রাখা ভালো, অতীতে কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রিকেট দল অংশ নিয়েছিল। একই সময় টরোন্টোতে ছিল , ভারত – পাকিস্তানের সাহারা কাপ। অজয় জাদেজাকে অধিনায়ক করে, সচিন – কুম্বলেরা গিয়েছিলেন পদক জয়ের স্বাদ পেতে। শেষ আটেই দৌড় শেষ হয়েছিল ভারতের।

আরও পড়ুন: আইসিসিরও ভরসা বিসিসিআই !

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই প্রসঙ্গে বলেছেন, বিশ্বের ৯০ শতাংশ ক্রীড়াপ্রেমী নাকি চায়, অলিম্পিক্স আসরে আসুক ক্রিকেটও। ক্রিকেটারও এটাই নাকি দীর্ঘমেয়াদি ভবিষ্যত!
উনি আবার পরিসংখ্যান দিয়ে দাবি জানিয়েছেন, ‘ দক্ষিণ এশিয়াতে ৯২% ফ্যান আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি ৩ কোটি মানুষ ক্রিকেট পছন্দ করে। এরা নাকি তাদের হিরোদের অলিম্পিক্স ময়দানে দেখতে চায় পদক জয়ের লড়াইয়ে।

আইসিসি চেয়ারম্যান বার্কলে টোকিয়ো অলিম্পিক্স সফভাবে শেষ করার জন্য সংগঠকদের অভিনন্দন জানান। এই কোভিড অতিমারির সময় এই চ্যালেঞ্জ নিয়ে সফল হওয়ার জন্য তারিফ করেন বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধান।
আলাদা করে জাপানবাসীদের অভিনন্দন জানান।
এমন মঞ্চে ভবিষ্যতে ক্রিকেটের লড়াই হবে পদক জয়ের জন্য, তাই দেখতে চান বার্কলে।

আইসিসি যে অলিম্পিক ওয়ার্কিং গ্রুপ বানিয়েছে, তাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা ইয়ান ওয়াটমোরকে দায়িত্বে রাখা হয়েছে। এছাড়া ওনার সঙ্গে থাকছেন আইসিসির ইনডিপেনডেন্ট ডিরেক্টর ইন্দ্র নুই। এছাড়া রাখা হয়েছে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের তাভেংওয়া মুকুহলানি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ( এসিসি) সহ সভাপতি মাহিন্দা ভাল্লিপুরাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট কর্তা পরাগ মারাথে।

২০২৮ অলিম্পিক্স লস এঞ্জেলেসে হবে। মারাথের মতে, ‘এই আসরে ক্রিকেটের সুযোগ পাওয়াটা হবে সঠিক সময়। মার্কিন ক্রিকেট মুলুক এই সমর্থন নিয়ে উদগ্রীব। মার্কিন মুলুকে ক্রিকেট আরও জনপ্রিয় হয়ে উঠবে। সকল অন্য খেলার সঙ্গে পাল্লা দিয়ে এখানেও ক্রিকেট সামনের সারিতে চলে আসতে বাধ্য।’

ছবি: সৌ – টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Ahmedebad Aircraft Incident | দেরিতে পৌঁছনোয় প্রাণ রক্ষা যাত্রীদের, দেখুন বিগ ব্রেকিং
00:00
Video thumbnail
Narendra Modi | Benjamin Netanyahu | বিগ ব্রেকিং, মোদিকে ফোন নেতানিয়াহুর, কার পাশে দিল্লি?
00:00
Video thumbnail
Iran-Israel | ইজরায়েলের মি/সাই/ল হা/না আজারবাইজানে, প্রবল উ/ত্তেজ/না মধ্যপ্রাচ্যে, দেখুন বড় খবর
00:00
Video thumbnail
Donald Trump | Israel | ইজরায়েলকে সমর্থন আমেরিকার এবার কী হবে? দেখুন স্পেশাল রিপোর্ট
00:00
Video thumbnail
Iran-Israel | ইরানের ব্যালেস্টিক মি/সা/ইল কনভয় হা/ম/লা ইজরায়েলের, বিপুল বি/স্ফো/রণ,দেখুন কী অবস্থা
00:00
Video thumbnail
Air India Incident | আমার চোখের সামনেই...কী হয়েছিল বিমানে? সব জানালেন একমাত্র জীবিত যাত্রী
00:00
Video thumbnail
Air India | Ahmedabad | মৃ/ত্যুকে হারিয়ে বাঁচলেন ১ যাত্রী কী বললেন? শুনুন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা
00:00
Video thumbnail
Beyond Politics | দু/র্ঘটনার কারণ কি কি? দু/র্নীতি, যন্ত্র না পাখি?
00:18
Video thumbnail
Beyond Politics | হাজার স্বপ্ন শেষ নিমেষেই, যাত্রা শেষ ঘুমের দেশেই
00:26
Video thumbnail
Colour Bar | কপিলের শোয়ের সাফল্য আমার জন্য
05:49