কলকাতা : ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের পক্ষ থেকে আজ ফের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতালের নিরাপত্তা, পরিকাঠামোগত উন্নতি-সহ একাধিক দাবি দাওয়া নিয়ে আবারও মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসতে চান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের সদ্যসরা।
উল্লেখ্য, ১৭ দিনেরও বেশি সময় ধরে আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং ১০ দফা দাবিকে সামনে রেখে ধর্মতলায় আমরণ অনশনে বসেন জুনিয়র চিকিৎসকেরা। ২১ অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকেরা। সেই বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের আশ্বাস দেওয়া হয় দ্রুত সমস্ত দাবিদাওয়া পূরণ করা হবে। তারপরই জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন প্রত্যাহার করে নেন।
আরও পড়ুন: ছটপুজো উপলক্ষে বুধবার রাত থেকেই বন্ধ রবীন্দ্র-সুভাষ সরোবর
বৈঠকের ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো প্রশাসনের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের কোনও দাবি দাওয়াই পূরণ করা হয়নি। সেই কথাই উল্লেখ করে আজ পড়ুয়া চিকিৎসকরা আবারও মুখ্যসচিবকে চিঠি দিলেন।
সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকরা চিঠিতে জানিয়ে দিয়েছেন, ৯ নভেম্বরের মধ্যে সিংহভাগ দাবি সরকারের পক্ষ থেকে যদি পূরণ করা না হয়, তাহলে আবারও টানা আন্দোলনে নামতে পারেন জুনিয়র চিকিৎসকরা। তারই প্রথম ধাপ হিসেবে আলোচনা চেয়ে মুখ্যসচিবকে তাঁদের এই চিঠি বলে মনে করা হচ্ছে।
দেখুন আরও খবর: