রাজস্থানের কোটায় নির্মীয়মান টানেল ভেঙে ঘটল বড় দুর্ঘটনা। জানা যাচ্ছে টানেলে ধস নেমে যায়, যার দরুন নীচে চাপা পড়ে কয়েকজন শ্রমিক। ঘটনায় ১ জন নিহত, এবং ৩জন গুরুতর আহত। আহত শ্রকমীদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজস্থানের কোটায় অবস্থিত নির্মীয়মাণ টানেলটি দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের অংশ। শনিবার রাতে আচমকাই টানেলে কাজ চলাকালীন মধ্যরাত ১টা থেকে ২ট নাগাদ ধস নামে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান চার জন শ্রমিক।
ঘটনার খবর সামনে আসতেই, তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং অ্যাম্বুলেন্স। শুরু হয় উদ্ধারকাজ । গুরুতর আহত অবস্থায় তিন শ্রমিককে উদ্ধার করে কোটা হাসপাতালে ভর্তি করা হলেও এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সামশের সিং। বয়স ৩৩। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। জানা যাচ্ছে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। যেই সংস্থার দ্বারা সেখানে চলছিল টানেল তৈরির কাজ, ইতিমধ্যেই সেই সংস্থার লোকজন উপস্থিত হয় ঘটনাস্থলে।