মঙ্গলবার দুপুরে হওয়ার কথা ছিল আরজি কর মামলার শুনানি। মামলা শুরু হওয়ার আগেই স্থগিত হয়ে যায় শুনানি পর্ব। মঙ্গলবারের পরিবর্তে সময় দেওয়া হয় আজ বুধবার সকালে। তবে তাও পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় সকাল ১১টার পরিবর্তে দুপুর ৩টে থেকে শুরু হবে আরজি কর মামলার শুনানি।
আদালত সূত্রে খবর, বুধবার দুপুর ৩টে থেকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুরু হবে আরজি করের সুপ্রিম শুনানি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি, রিয়াল মাদ্রিদের অঘটনের হার
এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে প্রশ্ন করেছিল, কীভাবে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানো হচ্ছে? এমনকি রাজ্যে সিভিক ভলান্টিয়ারের নিয়োগ, তাঁদের বেতন ইত্যাদি সম্পর্কিত ছ’টি প্রশ্নের উত্তর রাজ্যের উদ্দেশে তলব করা হয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে।
সেই প্রশ্নগুলির উত্তর গতকাল রাজ্যের পক্ষ থেকে হলফনামা আকারে শীর্ষ আদালতে পেশ করার কথা ছিল। ইতিমধ্যেই, রাজ্যের পক্ষ থেকে মঙ্গলবারই হলফনামা আকারে সিভিক ভলান্টিয়ার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সুপ্রিম কোর্টে পেশ করেছিল রাজ্য।
আদালত সূত্রে খবর, গতকাল রাষ্ট্রপতি ভবনে ছিল একটি অনুষ্ঠান। সেখানেই যোগ দিতে যান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাই নির্ধারিত সময়ের আগেই কাল কোর্ট থেকে উঠে যান তিনি। যার জেরে পিছিয়ে গেল কালকের শুনানি।
দেখুন অন্য খবর: