নয়াদিল্লি: মাদক মামলায় ছেলে জেলে থাকাকালীন বলিউড সহ মহারাষ্ট্রের রাজনৈতিক দলের থেকে পাশে থাকার বার্তা পেয়েছিলেন শাহরুখ খান৷ শিব সেনা, এনসিপি ছাড়াও সে সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বলিউড বাদশার পাশে থাকার বার্তা দিয়েছিলেন বলে খবর প্রকাশ্যে এল৷ যা নিয়ে ফের মাদক মামালায় আরিয়ান খানের গ্রেফতারির খবর সংবাদ শিরোনামে৷ সূত্রের খবর, আরিয়ান জেলে থাকাকালীন গত ১৪ অক্টোবর রাহুল গান্ধী শাহরুখ খানকে চিঠি লেখেন৷ তাতে, রাহুল লেখেন, ‘আপনার পাশে গোটা দেশের মানুষ আছেন৷ ’
আরিয়ানের জামিনের আবেদন লাগাতার খারিজ হওয়ার সময় রাহুল গান্ধী শাহরুখ খানকে চিঠি দিয়েছিলেন৷ যদিও শেষ পর্যন্ত গত ২৮ আরিয়ানকে বোম্বে হাই কোর্ট জামিনে মুক্তি ঘোষণা করে৷ তার প্রায় এক ঘণ্টা পরে জামিন প্রাপ্তির নির্দেশ আর্থার রোডের জেলে পৌঁছয়৷ দিওয়ালি ও শাহরুখের জন্ম দিনের আগে ছেলের জামিন হওয়ায় আলোর রোশনায় সেজে ওঠে মন্নত৷
আরও পড়ুন-গোয়া, ভারতীয় রাজনীতির টার্নিং পয়েন্ট?
প্রায় এক মাস আগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৩ অক্টোবর প্রমোদতরীতে মাদক মামলায় আরিয়ানকে আটক করে৷ যদিও শেষ পর্যন্ত আরিয়ানের বিরুদ্ধে মাদক বিরোধী সংস্থা জোরাল তথ্য প্রমাণ দিতে পারেনি৷ আদালতও জানায়, হোটাসঅ্যাপ চ্যাটের উপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না৷ মাদক সরবরাহের সংযোগের প্রমাণও পাওয়া যায় না৷ বাধ্য হয়ে আরিয়ানকে মুক্তি দেওয়া হয়৷ দীর্ঘ ২৬ দিন পর জেল থেকে ছাড়া পান আরিয়ান খান।