পাকিস্তান: বুধবার সকালে উত্তর পাকিস্তানে বাস লক্ষ্য করে বোমা বিস্ফোরণ।এই সন্ত্রাস হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। যার মধ্যে ৬ জন চীনা নাগরিক। একজন পাক সেনা, এবং একজন স্থানীয়। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন।তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক।
সূত্রের খবর অনুযায়ী, ওই বাসে ৩০ জনেরও বেশি চিনা ইঞ্জিনিয়ারকে নিয়ে উত্তর কহিস্থানের দাসু দাম প্রোজেক্টের দিকে যাচ্ছিল। পথেই এই বিস্ফোরণ ঘটে। তবে, বিস্ফোরক বাসে রাখা ছিল নাকি বাইরে থেকে বিস্ফোরণ ঘটানো হয় সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। বিস্ফোরণের পর খাদে পড়ে যায় বাসটি। ঘটনায় ২ জন নিখোঁজ।
একজন সিনিয়র সরকারি আধিকারিক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছে, ইতিমধ্যেই, উদ্ধারকাজ শুরু করা হয়েছে। আহতদের উদ্ধার করতে পাঠানো হয়েছে বিমানবাহী অ্যাম্বুলেন্স।
দাসু জলবিদ্যুৎ প্রকল্পটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ, বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এই প্রকল্পে।এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ পাকিস্তানের গদার সমুদ্র বন্দরের সাথে পশ্চিম চীনকে যোগ করবে। এই জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার পথেই এই হামলা হয়েছে।