কলকাতা: আজ থেকে পর্ষদের পক্ষ থেকে শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যেই পর্ষদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলিতে কত শূন্যপদ রয়েছে তা জানতে চাওয়া হয়েছে।
সূত্রের খবর, ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পর্ষদ। পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে জানানো হয় ২০২২ এর সঙ্গে ২০২৩ এর টেট উত্তীর্ণরাও অংশ নিতে পারবেন এই পরীক্ষায়।
আরও পড়ুন: ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি, কবে হবে শুনানি?
উল্লেখ্য, ২০২২ এবং ২০২৩ সালে রাজ্যের পক্ষ থেকে আয়োজন করা হয় টেট পরীক্ষার। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এখনও নিয়োগ করেনি পর্ষদ। সেই নিয়োগ প্রক্রিয়াই এবার শুরু করলো পর্ষদ। পাশাপাশি, পর্ষদের পক্ষ থেকে কালীপুজোর সময় জানানো হয়, ২০২৪ সালে প্রাথমিক টেট নাও হতে পারে।
তবে পুজোর ছুটি মিটতেই পর্ষদের পক্ষ থেকে রাজ্যের সরকারি স্কুলে চিঠি দিয়ে শূন্যপদ জানতে চাওয়ায় খুশির হাওয়া চাকরি প্রার্থীদের মধ্যে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ থেকে শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
দেখুন অন্য খবর: