কলকাতা: মহানগরের তাপমাত্রা ১৮। আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গে এখনই আগমন হবে না শীতের। তার কারণ সেই ভিলেন নিম্নচাপ আন্দমান সাগরে এই নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। সাধারণত এই সময় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে এই সময় শীত আগমন হয়ে যায়। তবে এবার বেশ কিছুদিন ধরে একই রয়েছে তাপমাত্রা। আবহাওয়াবিদদের মতে, মূলত বৃষ্টির ভ্রুকুটি কাটলেই শীত ফিরবে রাজ্যে। যদিও উত্তরবঙ্গের আকাশ এখন থেকে পরিষ্কার রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৭ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন: ছাত্রমৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ হল ৬ পড়ুয়ার
২৮-২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৫৫ কিমি এবং দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৬৫ কিমি।
দেখুন আরও খবর: