এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পদক নিয়ে আসাই মিশন ভারতীয় দলের। এই দলের অধিনায়িকা সবিতা এটাই বলেছেন। প্রমীলাদের বিশ্বকাপ হকি এবার বসছে দুই দেশে, স্পেনে আর নেদারল্যান্ডসে। শুরু হচ্ছে পয়লা জুলাই থেকে।
এফআইএইচ (FIH) প্রো লিগে ভারতীয় দল তৃতীয় স্থান দখল করে। সেই পারফরমেন্স এবার দলকে বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে। ৩ থেকে ৭ জুলাই, ভারতীয় দল রাউন্ড রবিন লিগের খেলা শুরু করে দেবে। সবিতাদের খেলতে হবে – ইংল্যান্ড, চীন, আর নিউজিল্যান্ডের বিপক্ষে। একদিন বাদ দিয়ে পরের দিন প্রতিটি ম্যাচের সূচী। এই গ্রুপের শীর্ষে থেকেই তাদের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। এই নক আউট পর্যায়ের খেলাগুলি হবে আমস্তেলভিনে।
India’s 🇮🇳 World Cup fixtures:
3rd July: vs England 🏴
5th July: vs China 🇨🇳
7th July: vs New Zealand 🇳🇿Are you ready to support your team? #Hockey🏑 | #HWC2022 | @TheHockeyIndia
— India at Asian Games (Women’s SportsZone) (@WSportsZone) June 24, 2022
কোনও কারণে ভারত যদি এই গ্রুপে পয়লা নম্বর স্থান না পেয়ে দ্বিতীয় হয়, তাহলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। টুর্নামেন্ট সূচী অনুযায়ী সেক্ষেত্রে ভারতকে খেলতে হবে তেরেসাতে। তারপর একে একে ম্যাচ জিতে ফাইনালে যেতে হবে।
Ahead of the FIH Women's Hockey World Cup 2022 in Spain and Netherlands, Captain, Savita pens down an open letter addressing all the Hockey Fans in Europe and around the world globally! pic.twitter.com/Rjgph1y40i
— Hockey India (@TheHockeyIndia) June 24, 2022
দলের নেত্রী সবিতা দেশের মানুষের জন্য একটি খোলা চিঠি লিখেছেন। যা জাতীয় সংস্থার ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। তাতে তিনি দেশবাসীদের উদ্দ্যেশ্যে লিখেছেন:’শেষ টোকিও অলিম্পিক্স হকিতে অল্পের জন্য পদক পায়নি। চতুর্থ স্থানে ছিলাম। তারপর থেকে আমাদের প্রস্তুতি জোরদার চলেছে। আমরা প্রথমবার প্রো হকি লিগে খেলেছি। সেই বিশ্ব সেরা প্রতিযোগিতায় এবার আমরা তৃতীয় স্থান পেয়েছি। এটা আমাদের মনের জোর অনেক বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপে আমরা কোনোদিন পদক পায়নি। এবার আমাদের মিশন সেটাই।’
ছবি:সৌ-টুইটার।