মেয়েদের বিশ্বকাপ হকি এবার জুলাই মাসে স্পেন আর নেদারল্যান্ডসে হবে ১২-১৭ জুলাই। তারজন্য ভারতীয় দলের প্রস্তুতি ভালোই চলছে বলে জানিয়েছেন দলের বিদেশী চিফ কোচ জান্নেক স্কপম্যান। তিনি দাবী করেছেন, এফআইএইচ প্রো-লিগ (FIH Pro League) খেলাটা খুব কাজে লাগছে। মে মাসে এই লিগের বাকি যে ম্যাচগুলি আছে, তা দলের চূড়ান্ত পর্বের প্রস্তুতি সারতে কাজে লাগবে।
শেষ অলিম্পিক্স টুর্নামেন্টে ভারতের মেয়েরা সেরা পারফরমেন্স দেখিয়ে চার নম্বর স্থান দখল করে।‘হকি ইন্ডিয়া’ পডকাস্ট সিরিজে জাতীয় দলের কোচ স্কপম্যান ‘হকি তে চর্চা’ অনুষ্ঠানে সম্প্রতি বলেছেন,‘বিশ্বের সেরা দলগুলির সঙ্গে খেলতে হচ্ছে তাদের নিজেদের দেশে, সেটা প্লেয়ারদের অভিজ্ঞতা বাড়িয়ে দিচ্ছে। আমরা নিজেদের খেলা আরও ভালো করার দিকে মন দিয়েছি। আর আমি খুশি দলের মেয়েরা খেলে চলেছে। আমার বিশ্বাস, মেয়েরা সঠিক রাস্তায় এগিয়ে চলেছে’।
Hear the latest episode of Hockey Te Charcha, where we caught up with Indian Women's Hockey Chief Coach Janneke Schopman. An Olympic Gold Medalist and World Cup winner for the Netherlands, Janneke talks candidly about her transformation from being a player to a coach. pic.twitter.com/6z7aTUf8og
— Hockey India (@TheHockeyIndia) April 29, 2022
ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন, সবিতা। তাঁর নেতৃত্বে দল প্রথমবার খেলতে নেমেই পয়েন্ট টেবলে পয়লা নম্বর স্থান দখল করেছে।এবার শুরু হতে চলেছে ইউরোপে গিয়ে খেলা পর্ব। সেইসঙ্গে থাকছে আবার বিশ্বকাপের লড়াই। চিফ কোচ স্কপম্যান বলেছেন, পরের ৫-৬ সপ্তাহ আমরা বেঙ্গালুরুতে থাকব। নিজেদের চেনা পরিবেশে প্রস্তুতি সারবো। এই সময় আমাদের একটাই লক্ষ্য: প্রো লিগে এবং বিশ্বকাপে ভালো খেলা’।
#IndiaKaGame #HockeyIndia #HockeyTeCharcha @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI
Click on this link – https://t.co/mTaON1VNEH
— Hockey India (@TheHockeyIndia) April 29, 2022
এই চূড়ান্ত প্রস্তুতি পর্বে জোর দেওয়া হবে ফিটনেসের উপর, চোট সারিয়ে পুরো সুস্থ হবে ওঠার দিকে। আর দলের খেলার গতি বাড়াতে বাড়তি নজর দেওয়া হবে। চোট-আঘাত সামলে এরপর টানা প্রো লিগ আর বিশ্বকাপে খেলে যেতে হবে।
বিশ্বকাপে পোল বি-তে আছে ভারত। এছাড়া আছে, ইংল্যান্ড-চীন-নিউজিল্যান্ড। ভারতীয় দলের চিফ কোচ জানিয়েছেন, ইংল্যান্ডের সঙ্গে একাধিকবার খেলেছে ভারতীয় দল। বিপক্ষের খেলার ছন্দ চেনা। চীনাদের বিপক্ষেও খেলা হয়েছে। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য নিউজিল্যান্ডের সঙ্গে দু-বছর খেলা হয়নি। যেটুকু জানা যাচ্ছে, নিউজিল্যান্ড দলের অনেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন। কেউ কেউ আবার চোট-আঘাতের তালিকায় ঢুকে পড়েছেন।তবে এই গ্রুপে যে কোনও দল যে কোনও দিন বিপক্ষকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
ছবি: সৌ-টুইটার।