ঘড়ি পড়তে কেই না ভালোবাসেন। বরং সময় দেখার পাশাপাশি ঘড়ি পড়া এখন এক প্রকার ফ্যাশানও । তাই ৮ থেকে ৮০ সকলের কাছেই ঘড়ি জিনিসটা বরাবরই অতি প্রয়োজনীয়। আর তা যদি হয় একেবারে ফোনের মতন? কেমন হয়? ভারতীয় বাজারে স্মার্ট ফোনের পাশাপাশি জনপ্রিয় এখন স্মার্টওয়াচও। বারবারই শাওমির স্মার্টওয়াচ সাড়া ফেলেছে ভারতীয় বাজারে। এবার একেবারের ৪জি কানেকশানে ছোটদের জন্য নিয়ে এল চিলড্রেন ৪ জি ফোন ওয়াচ ৫ সি। যা মূলত ছোটদের উদ্দেশ্যেই তৈরি । আসুন দেখি ঘড়িটিতে বিশেষ কী কী ফিচার রয়েছে।
আরও পড়ুন ভারতকে ৮ উইকেটে হারিয়ে খেতাব কিউইদের
- প্রথমত ঘড়িটিতে রয়েছে একটি স্মার্ট লুক। যা খুব সহজেই ছোটদের মন কাড়বে।
- স্মার্টওয়াচটিতে থাকছে একটি ১.৪ ইঞ্চির কালার ডিসপ্লে। সেই সঙ্গেই একটি ৯০০ এমএএইচ ব্যাটারি।
- রয়েছে ৪জি কানেক্টিভিটি,ফলে আপনি চাইলেই ঘড়িটির মধ্যে সিম ঢুকিয়ে ব্যবহার করতে পারবেন।
- ঘড়িটিতে থাকছে ভিডিয়ো কলিং-এর সুবিধা । ফলে ভিডিও কলের মাধ্যমে আপনার সন্তানদের সঙ্গে কথা বলতে পারবেন।
- লোকেশন ট্র্যাকিং -এর মতো ফিচার রয়েছে। ফলে ঘড়িটি সঙ্গে থাকলে আপনার সন্তান কোথায় যাচ্ছে কোথায় রয়েছে তা খুব সহজেই জানতে পারবেন আপনি।
- যেহেতু শিশুরা ব্যবহার করবে সেই কারণে ঘড়িটিতে দেওয়া হয়েছে একটি বিশেষ ফিচার। ২০ মিটার পর্যন্ত আন্ডার ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার রয়েছে এতে।ফলে ভুল বশত্ হাত থেকে ঘড়িটি জলে পড়ে গেলেও তাতে ভয় পাওয়ার কারণ থাকছেনা।
- এই ঘড়িটির সাহায্যে বিভিন্ন লার্নিং অ্যাপও ডাউনলোড করতে পারবেন।
- যেহেতু আলাদা করে সিম ভরা যায় এই ঘড়িতে, তাই খুব সহজেই আপনার সন্তানের সঙ্গে কথাও বলতে পারবেন আপনি।
আরও পড়ুন ভ্যাকসিন প্রতারণা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
কাজেই এত সব ফিচার নিয়ে শাওমির এই ফোনটি বর্তমানে বেশ মন কেড়েছে ক্রেতাদের । আপাতত চিনা মার্কেটেই লঞ্চ হয়েছে স্মার্ট ওয়াচটি। খুব শীঘ্রই আসতে চলেছে ভারতের বাজারে । ভারতের বাজারে স্মার্টওয়াচটির দাম ৪ হাজার ৩১১ টাকা মুল্য ধার্য করা হয়েছে।
আরও পড়ুন গ্রুপ শীর্ষে ফ্রান্স, অঙ্কের বিচারে শেষ ষোলায় পর্তুগালও