দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি শিল্পী জাকির হুসেন। গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই জানা যায় তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে দু সপ্তাহ ধরে ভর্তি আছেন তিনি, হৃদরোগ ও ফুসফুসের সমস্যার কারণে। এদিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজনের তরফ থেকে তাঁর সমস্ত ভক্তকুলের কাছে শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করা হয়। আর এই খবর প্রকাশ পাওয়ার কিছুক্ষণ পরেই জানা যায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কিংবদন্তি তবলা শিল্পী উস্তাদ জাকির হুসেন। রবিবার রাত ৮:৩০ টা নাগাদ এই খবর সামনে আসে।
https://x.com/AmeerAulia/status/1868338678051041469?t=fwDLXk0Tb5kkNk74XUZ5mw&s=19
কিন্তু তারপরেই এক্স হ্যান্ডেলে সামনে আসে এক বিস্ফোরক এক পোস্ট। উস্তাদজির ভাইপো পরিচয় আমির আউলিয়া নামে এক যুবক করেন বিস্ফোরক এক পোস্ট। তিনি জানান বেঁচে আছেন জাকির হুসেন। তবে তাঁর অবস্থা সঙ্কটজনক। তিনি স্পষ্টত লেখেন ‘ দয়া করে ভুয়ো খবর রটাবেন না। বেঁচে আছেন জাকির হুসেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন ‘।
ইতিমধ্যেই এই পোস্ট সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। আর যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তাহলে কি বেঁচে আছেন উস্তাদজি? এখন এই প্রশ্নই জোরালো হচ্ছে।