হুগলির সিঙ্গুর থানার নসিবপুর গ্রামে বজ্রাঘাতে মৃত্যু সুস্মিতা কোলে (৩২) নামে এক মহিলার। বাড়ির উঠোনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। তারকেশ্বরে বজ্রাঘাতে মৃত্যু হয় ২ জন কৃষকের নাম সঞ্জীত সামন্ত(৪৮)ও শৈল মালিক (৪০)। তাঁদের বাড়ি নাইটা মালপাহাড়পুর এলাকায়।
অন্যদিকে,হরিপালে বজ্রাঘাতে মৃত্যু হল দিলীপ ঘোষ (৫০) নামে এক ব্যক্তির।
পাশাপাশি বজ্রাঘাতেই আরামবাগ মহকুমায় মৃত ৫ জখম ২। গোঘাট থানার নরসিংহ পার্টিতে মৃত্যু হয় আনন্দ রায় নামে এক ব্যক্তির। পাশাপাশি খানাকুলের বালিপুরে বাজে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। নাম হেমন্ত গুছাইত ও মালবিকা গুছাইত। খানাকুলের গোবিন্দপুরে বজ্রাঘাতে মৃত এক। মৃতের নাম কানাই লাহিড়ী। ঘটনায আহত তাঁর স্ত্রী মালতি লাহিড়ী। খানাকুলের জগন্নাথপুরে বজ্রাঘাতে মৃত শিশির অধিকারী। ঘটনায় জখম তাঁরই পুত্রবধু জ্যোৎস্না অধিকারী।
বজ্রাঘাতে মৃত ৯
Follow Us :