মালদহ জেলার কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তের মিলিকসুলতানপুর থেকে গত ১০ জুন এক চীনা নাগরিককে আটক করে পুলিশ। ধৃতের নাম হান জুনবে(৩৬) তার বাড়ি চীনের হুবেই শহরের বাসিন্দা। গত দু’দিন ধরে তাকে বিএসএফের (জি)ব্রাঞ্চ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা জিঞ্জাসাবাদ করে। গতকাল তাকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয় হয়। শনিবার দুপুরে ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয়। জেরায় জানা গিয়েছে, ধৃত ওই চীনা নাগরিক ভারতবর্ষের উত্তরপ্রদেশের লখনৌতে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। সে এর আগেও ভারতবর্ষে এসেছে। তবে এবার সে বাংলাদেশে এসেছিল। তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, চীনদেশের পাসপোর্ট এবং বাংলাদেশের ভিসা উদ্ধার হয়েছে। গোয়েন্দাদের জিজ্ঞেসাবাদে উঠে আসে, হান এই দেশ থেকে ১,৩০০টি ভারতীয় সীম কার্ড পূর্বে চীন দেশে পাঠিয়েছে। কেন এই সীম কার্ড চীনে পাঠিয়েছে, সে বিষয়ে বিস্তারিত ভাবে জানার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। শনিবার আদালতে ধৃতকে হাজির করার সময় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়ে ছিল। কারণ বিএসএফের হেফাজত থেকে সে পালানোর চেষ্টা করেছে। সেই জন্য পুলিশ কোনো রকম ঝুঁকি নিতে চায়নি। আদালতে ছিল কঠোর পুলিশি নিরাপত্তা। অভিযুক্তকে আদালতে পেশ করার পরে হান জুনবেকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Html code here! Replace this with any non empty text and that's it.