অন্য রাজ্য থেকে এ রাজ্যে কচ্ছপ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে বৈকুন্ঠপুরের মাটিগাড়া এলাকায়। বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগারা রেঞ্জের বনকর্মীরা গোপন সূত্রে খবর পান যে, বিহার থেকে, গঙ্গারামপুর হয়ে শিলিগুড়ি আনা হচ্ছিল বেশ কয়েকটি কচ্ছপ। এই পাচার রুখতে মাটিগাড়া এলাকায় তৈরি ছিলেন বনকর্মীরা। বুধবার ভোরে কচ্ছপ সহ ধরা পড়ে এক ব্যক্তি। নাম বাবন সরকার। তার কাছ থেকে উদ্ধার হয় ১৫ টি কচ্ছপ। একটি বেসরকারি বসে করে শিলিগুড়ি যাচ্ছিল সে। পরে এডিএফও জয়ন্ত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”বিক্রির উদ্দেশ্যেই আনা হচ্ছিল কচ্ছপগুলো। গোপন সূত্রে খবর পেয়ে, আটক করা হয়। বুধবার ধৃতকে আদালতে তোলা হবে।’
Html code here! Replace this with any non empty text and that's it.