Friday, July 18, 2025
Homeজেলার খবরWoman assaulted: বামুনগাছিতে মহিলাকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২

Woman assaulted: বামুনগাছিতে মহিলাকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বামুনগাছিতে এক মহিলার মাথার চুল কেটে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২ মহিলা।মঙ্গলবার সন্ধ্যায় পরকীয়ার জেরে এক মহিলাকে শিক্ষা দিতে গিয়ে বামন গাছি স্টেশন সংলগ্ন এলাকার কিছু মহিলারা এই কাজ করেন বলে অভিযোগ।শুধু তাই নয় মহিলাকে মারধরও করা হয়।

পুলিস জানিয়েছে, যে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে তারা গতকাল রাতে ওই মহিলার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছিলেন।এর পরই ওই মহিলার উপর নির্যাতন শুরু করেন তারা।মারধর করার পর তার চুল কেটে নেওয়া হয়।দুজন মহিলাকে এই অভিযোগের ভিত্তিতেই আজ করে পুলিস।ধৃত দুই মহিলার নাম পূজা সাহা ও ঝুনু পারসি ।তাদের আজ বারাসত আদালতে তোলা হবে।

সূত্রের খবর, মহিলাটির সঙ্গে এক পুরুষের সম্পর্ক গড়ে উঠেছিল।তা জানা জানি হতেই পাড়ায় অশান্তি তৈরি হয়।মঙ্গলবার ওই মহিলার চুল কেটে নেওয়া হয়। শুধু তাই নয় জনসমক্ষে মারধর করারও অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।শেষে পুলিসের হস্তক্ষেপে মহিলাকে উদ্ধার করা হয়। দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের।

আরও পড়ুন West Bengal Business Summit 2022: এজেন্সি দিয়ে শিল্পের পথ রুখবেন না, রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রকে বার্তা মমতার

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39