মুর্শিদাবাদ: বাংলাদেশে পাচারের আগেই ব্যাগভর্তি ৫৭৬টি কচ্ছপের খোল উদ্ধার। এই ঘটনায় তিন পাচারকারীকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের ফরাক্কা রেলওয়ের জিআরপি তদন্ত কেন্দ্র। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৮টি ব্যাগ ভর্তি ৫৭৬টি কচ্ছপের খোল। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নাত্থু, বহরৈচি, নান্নে। এদের সকলের বাড়ি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায়।
ফরাক্কা রেলওয়ে জিআরপি তদন্ত কেন্দ্র জানায়, রবিবার সকালে পাটনা-মালদহ এক্সপ্রেসে করে ৩ পাচারকারী নিউ ফরাক্কা স্টেশনে নামে। তাদের প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে দেখে পুলিসের সন্দেহ হয়। তারা তখন ওই তিনজনকে জিজ্ঞেসাবাদ করে। রেলওয়ে জিআরপি তদন্ত কেন্দ্রের ওসি জিতেন্দ্রনাথ সিনহার নির্দেশে তাদের সঙ্গে থাকা ৮টি ব্যাগ তল্লাশি করে পুলিস। ওই ব্যাগ থেকেই উদ্ধার হয় ৫৭৬টি কচ্ছপের খোল। এরপর তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : হাত বেঁধে দুই কিশোরীকে বাইকে চাপিয়ে পাচারের চেষ্টা, আটকাল ট্রাফিক পুলিস
ধৃতদের জিজ্ঞাসাবাদের পর মালদহের জিআরপি থানার আইসি প্রশান্ত রায় জানান, উত্তরপ্রদেশ থেকে এই কচ্ছপের খোলগুলো নিয়ে মালদহের কালিয়াচক হয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা হচ্ছিল। তার আগেই খোল সহ এই তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশ পুলিসের চোখে ধুলো দিয়ে কীভাবে এতো কচ্ছপ মারা হল, তা নিয়েই উঠছে প্রশ্ন। এই খোল কী কাজে ব্যবহারের জন্য পাচার করা হচ্ছিল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কার রেল পুলিস।