জামুড়িয়া: অনুব্রত মণ্ডল নেই। সিবিআই তলবের পর অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি। কিন্তু, আসানসোল লোকসভা উপনির্বাচনে তাঁর ‘দাওয়াই’ থেমে নেই। উষ্ণতার পারদ যখন চড়ছে, তখন চড়া রোদের তেজ উপেক্ষা করে আসা ভোটারদের কেষ্টদার দাওয়াই বাড়িয়ে দিচ্ছেন তাঁর অনুগামীরা। অতিষ্ঠ হওয়া গরমে ভোটারদেরও অনেকেই সেই দাওয়াই মুখে নিয়ে চললেন ভোটকেন্দ্রে।
কী সেই দাওয়াই!
আরও পড়ুন: West Bengal By-poll: আসানসোলের জেলাশাসককে ওয়েব কাস্টিংয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ নির্বাচন কমিশনের
অনুব্রত একেকবার একেক রকম দাওয়াইয়ের নিদান দিয়েছিলেন। যেমন কখনও চড়াম চড়াম, কখনও গুড়-বাতাসা আবার কখনও নকুলদানা। এবার অসুস্থ কেষ্টর হয়ে ভোটারদের নকুলদানা ও জল দিচ্ছেন তৃণমূল কর্মীরা।
আসানসোল লোকসভা উপনির্বাচনে রাজ্য নেতৃত্ব অনুব্রত মণ্ডলকে নির্বাচনী দায়িত্ব দিয়েছিল। কিন্তু অসুস্থ অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি। আসানসোল উপনির্বাচনের দিন অনুব্রত উপস্থিত না থাকলেও নকুলদানা ও জল-বাতাসা দেওয়া হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রের জামুড়িয়া অবিনাশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের নেতা অনুব্রত মণ্ডল না থাকলেও তাঁর দাওয়াই নকুলদানা ও বাতাসা আমরা ভোটারদের দিচ্ছি। কারণ আসানসোল শিল্পাঞ্চল এলাকায় গ্রীষ্মের জ্বালাধরা গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তাই সুন্দর ভোট হওয়ার পাশাপাশি মানুষকে সুস্থ রাখতে নকুলদানা ও বাতাসা দেওয়া হচ্ছে। তীব্র গরমে বাতাসা ও নকুলদানা খেয়ে খুশি ভোটাররাও।