জলপাইগুড়ি: পাচারের আগে উদ্ধার তক্ষক। গ্রেফতার তিন পাচারকারী। তাদের গ্রেফতার করে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। শুক্রবার গভীর রাতে মেঘালয় থেকে শিলিগুড়ি হয়ে নেপাল পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই তক্ষকটিকে৷ তখন ধরা পড়ে যায় তিন পাচারকারী। তাদের কাছ থেকে খাঁচাবন্দী তক্ষক উদ্ধার হয়।
গোপন সূত্রে তক্ষক পাচারের খবর পেয়েছিলেন বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। সেই মতো রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত অন্য কর্মীদের সঙ্গে ওদলাবাড়ির এক হোটেলে লুকিয়ে ছিলেন। অসমের একটি গাড়ি ওই হোটেলে এলে সেই গাড়ির তল্লাশি শুরু করে বনকর্মীরা। তল্লাশি চালাতে গিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় একটি তক্ষক। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা তিন ব্যক্তিকে। তাদের জিজ্ঞেসাবাদ করে বনকর্মীরা জানতে পারেন, নেপালে প্রায় ২৫ লক্ষ টাকার বিনিময়ে এই তক্ষকটি পাচার করার কথা ছিল। তিন পাচারকারীর মধ্যে একজনের বাড়ি অরুণাচলপ্রদেশে। বাকি দু’জনের বাড়ি অসম। ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।