বাসন্তী: মঙ্গলবার সকালে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রামেক ১১ নম্বর সর্দার পাড়া গ্রাম। বিস্ফোরণের (Basanti Blast) অভিঘাতে উড়ে যায় বাড়ির দেওয়াল। খড়ের চাল পুড়ে ছাই হয়ে যায়। সেই ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু হল। কলকাতা নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিসের প্রাথমিক অনুমান, বাড়িতে বোমা মজুত ছিল। বাড়ির মালিক হামিজউদ্দিন সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর ছেলে ফারুক সর্দারকে আশঙ্কাজনক অবস্থায় বাসন্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। রাস্তাতেই তাঁর মৃত্যু হয়। গ্রামের ধান খেতে লুকিয়ে ছিল ফারুক। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে দেখতে পায়। পুলিস তাঁকে হাসপাতালে নিয়ে গেলে শেষরক্ষা হল না।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। যুব তৃণমূল যাঁরা করেন, তাঁরাই মূলত বোমা বাঁধছিলেন। তা থেকেই বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়েই আহত হয় ফারুক। নতুন করে অশান্তি ছড়ানোর জন্য বোমা বাঁধা হচ্ছিল বলে অভিযোগ। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: Kaliachak Blast: মালদহের কালিয়াচকে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, মৃত ১ শিশু