নদিয়া: দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়েও অকৃতকার্য। এখনও মেলেনি চাকরি। এই মানসিক অবসাদে আত্মহত্যা করল এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া তিন নম্বর গেট এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে আত্মহত্যা করেন ওই যুবক। মৃত যুবকের নাম সুমন চক্রবর্তী। সুমনের পরিবারের দাবি, বিএড পাস করে বারবার বিভিন্ন চাকরির পরীক্ষা দিত সুমন। কিন্তু কোথাও কৃতকার্য হয়নি। মেলেনি কোনও চাকরি। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। ঘটনার ধুবুলিয়া থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিসের প্রাথমিক অনুমান, আত্মাহত্যার কারণেই সুমনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
আরও পড়ুন : Naihati Murder: গাড়ির ইএমআই দিতে না পারায় খুন! নৈহাটিতে গাড়ির শোরুম থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
রাজ্যে অনেকদিন ধরেই চাকরির দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন চলছে। বুধবারও সল্টলেকের বিকাশভবনের সামনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। এমনকী এসএসসির বিভিন্ন চাকরি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।