বসিরহাট : শনিবার গভীর রাতে বসিরহাটে (Basirhat) ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। হেলমেটহীন বাইক (Bike) চালানোয় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় জখম আরও একজন। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) হাড়োয়া গোপালপুর রোডের কালিকাপুর সংলগ্ন এলাকায়।
গতকাল ছিল কালীপুজো (Diwali)। কালিপুজোর রাতে বসিরহাট (Basirhat) থেকে হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের ঝাঁঝা গ্রামের বাড়ি ফিরছিলেন নিহত যুবক গৌতম মণ্ডল। বাইক দ্রুতগতিতে থাকায় এবং মাথায় হেলমেট না থাকার দরুন দুর্ঘটনার কবলে পড়েন যুবক। ঘটনার জেরে জখম হন আরেক বাইক আরোহী সাগর মণ্ডলও।
আরও পড়ুন : বালি স্টেশনের কাছে অমৃতসর মেলে আগুন! আতঙ্কে যাত্রীরাhttps://kolkatatvonline.in/big-news/fire-breaks-out-at-amritsar-mail-near-baly-station-passengers-panicked-kolkatatv-online-kolkatanews/
বাইক এক্সিডেন্ট (Bike Accident) ঘটার পড়ই তড়িঘড়ি সেখানে উপস্থিত হন স্থানীয়রা। স্থানীয়দের তৎপরতায় জখম দুই বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকদের পক্ষ থেকে গৌতমকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত অপর বাইক চালক সাগর। তাঁকে ইতিমধ্যেই হাড়োয়া গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ইতিমধ্যেই, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত যুবক গৌতম মণ্ডলের বয়েস ২৮। তাঁর অকাল প্রয়াণে পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত যুবকের পরিবারের দাবি, বাইক চালানোর সময় মাথায় হেলমেট থাকলে দুর্ঘটনায় প্রাণ হারাতেন না তাদের ছেলে।
দেখুন অন্য খবরঃ