Tuesday, July 8, 2025
Homeজেলার খবরBJP leader arrest: খড়্গপুরে দলীয় নেত্রীকে ‘কুপ্রস্তাব’, গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি

BJP leader arrest: খড়্গপুরে দলীয় নেত্রীকে ‘কুপ্রস্তাব’, গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি

Follow Us :

খড়্গপুর: কলকাতা পুরসভা নির্বাচনে(KMC Election 2021) বিজেপি’র ভরাডুবির মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপিকে(BJP) লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে। খড়্গপুরের মহিলা মোর্চার সভানেত্রী তৃষা চাকলাদারের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হল বিজেপির উত্তর মণ্ডল সভাপতি(BJP leader arrest) দীপসোনা ঘোষকে। তাঁর বিরুদ্ধে ‘কুপ্রস্তাব’ দেওয়ার মতো মারাত্মক অভিযোগ করেছেন তৃষা। গত ২ ডিসেম্বর অভিযোগ দায়ের করেছিলেন খড়্গপুর টাউন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস গ্রেফতার করল দীপসোনাকে।

ঘটনার সূত্রপাত গত ২ ডিসেম্বর, বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের একটি কর্মসূচিকে ঘিরে। শহরের সুভাষপল্লি এলাকায় ওই কর্মসূচি সম্পন্ন করে বৃহস্পতিবার সন্ধ্যার ঠিক মুখে ফিরে যান বিধায়ক হিরণ। আর, তাঁর চলে যাওয়ার ঠিক পরেই, তাঁর অনুগামী হিসাবে পরিচিত মহিলা নেত্রী তৃষা চাকলাদার ও একাধিক বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপি’র উত্তর মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

তৃষা অভিযোগে জানিয়েছেন, বিধায়কের অনুষ্ঠানে গিয়েছিলাম বলে দীপসোনা ঘোষ, কুণাল সরকার, অঙ্কিত শর্মারা আমাদের উপর হামলা চালিয়েছেন। শারীরিকভাবেও নিগ্রহ করা হয়েছে। এমনকী খুন করার চেষ্টাও হয়েছে। আমাদের দলীয় কার্যকর্তারা তা রুখে দিয়েছেন বলে বেঁচে ফিরেছি।

আরও পড়ুন: Siliguri news: শিলিগুড়ি জেলা হাসপাতালের শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ

কিন্তু কেন? তৃষার মারাত্মক অভিযোগ, এর আগে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে আমি রাজি হইনি। একটা আক্রোশ ছিলই। সেদিন সকালেও ফোন করে হুমকি দেওয়া হয়েছিল, যাতে বিধায়কের অনুষ্ঠানে না যাই। গিয়েছিলাম বলেই আমাদের উপর আক্রমণ করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে দীপসোনা ঘোষ বলেছিলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওখানে একটা গন্ডগোল চলছিল। আমরা কয়েকজন গিয়ে তা মিটিয়ে দিয়েছি। বিধায়কের অনুষ্ঠানে যে কেউ যেতে পারেন তা নিয়ে বলার কিছু নেই। আর, ওই ঘটনা নিয়ে বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ক্যামেরার সামনেই জানিয়েছিলেন, এটা সমাজবিরোধীদের কাজ। দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে শুনেছি। আর, এইসব দুষ্কৃতীরা বিজেপির কর্মী হতেই পারে না! ভারতীয় জনতা পার্টির কর্মীরা, নরেন্দ্র মোদির সমর্থকরা এইসব কাজ করতেই পারে না! পুলিসকে অবিলম্বে বলব এই সমাজবিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে। খড়্গপুর থেকে সমাজবিরোধীদের বিতাড়িত করতে হবে। খড়গপুর শহর সাধারণ মানুষের জন্য, দুষ্কৃতীদের জন্য নয়।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39