আসানসোল: ভোটের আগে নানা কৌশলে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। কেউ কর্মিসভা, কেউ আবার পথনাটিকার মাধ্যমে ভোটপ্রচার করছে। আসানসোলে বিজেপির হয়ে কয়েকদিন ধরে পথনাটিকার মাধ্যমে প্রচার চালাচ্ছেন নাট্যকর্মীরা। এবার তাঁদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে।
আসানসোল রেল স্টেশনের ডরমেটরিতে ছিলেন কলকাতা থেকে আসা বিজেপির নাট্যকর্মীরা। অভিযোগ, আসানসোল দক্ষিণ থানার পুলিস এসে তাঁদের বারে বারে উত্ত্যক্ত করছে। এমনকী শুক্রবার মাঝরাতে গিয়ে তদন্তের নামে তাঁদের শাসানো হয় বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়েই অত রাতে ঘটনাস্থলে চলে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। তাঁরা আসানসোল দক্ষিণ থানায় যোগাযোগ করেন। সেখানে তাঁদের জানানো হয়, বড়বাবুর নির্দেশে এই তদন্ত।
উল্লেখ্য, পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগে শুক্রবারই আসানসোল দক্ষিণ থানার আইসি অভিজিৎ চট্টোপাধ্যায়কে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তারপরও এই ঘটনা ঘটায় হতবাক বিজেপি নেতৃত্ব। যদিও পুলিসের দাবি, ভোটের আগে তারা রুটিন চেকিং করছিল। বিজেপি নেতৃত্বের প্রশ্ন, তাই বলে মাঝরাতে ওই ডরমেটরিতে হানা দিতে হবে পুলিসকে? নাট্যকর্মীরা চোর না ডাকাত?
আরও পড়ুন: Tapan Kandu Murder: ঝালদায় পাঁচ পুলিসকর্মীকে ফের তলব সিবিআইয়ের
তরুণী এক নাট্যকর্মী বলেন, মাঝরাতে হঠাৎ দরজায় কড়া নাড়ে পুলিস। দরজা খুলতেই ছবি তোলা হয় আমাদের। একের পর এক প্রশ্ন করা হয়। নামধাম, ঠিকানা জানতে চাওয়া হয়। পুলিস আমাদের প্রতি অশ্লীল ইঙ্গিতও করে।
অগ্নিমিত্রা বলেন, পাপিয়া অধিকারীর নেতৃত্বে একটি নাটকের দল আসানসোলের বিভিন্ন জায়গায় গত কদিন ধরে পথনাটিকা করছিল। পুলিস অযথা ওই কর্মীদের হেনস্তা করছে। তাঁদের অপরাধ, তাঁরা রেলের ডরমেটরিতে রয়েছেন। ঘটনাস্থলেই তিনি পুলিসকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁর অভিযোগ, পুলিস তৃণমূলের হয়ে খোলাখুলি নেমে পড়েছে। মানুষ ভোটে তার জবাব দেবে। তবে এব্যাপারে জেলা পুলিসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: Delhi Fire: দিল্লিতে পরপর অগ্নিকাণ্ড, ৬ দমকল কর্মী-সহ জখম ৯