মারিশদা: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় ২ মহিলার মৃত্যুর জেরে রণক্ষেত্রের চেহারা নিল দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক। অবরোধ, পুলিসের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। শুধু তাই নয়, মারিশদা থানার এএসআই শিবচরণ সিংকে তাড়া করে রাস্তায় পেড়ে ফেলে যথেচ্ছ কিল, চড়, ঘুসি মারা হয়।
মারমুখী জনতার হাত থেকে বাঁচতে তিনি রাস্তা ধরে দৌড়তে থাকেন। শেষমেশ রাস্তা থেকে গড়িয়ে একটি পুকুরে ফেলে দেওয়া হয় তাঁকে। তাতেও রক্ষা মেলেনি। সাঁতরে তিনি ওপারে ওঠার চেষ্টা করলেও সেখানে লাঠিধারী জনতা দাঁড়িয়ে ছিল। তাঁকে লক্ষ্য করে ডাঙা থেকে ঢিল-পাটকেল ছোড়াও হয়। খবর পেয়ে বিশাল পুলিস বাহিনী এসে তাঁকে উদ্ধার করে। অবরোধও তুলে দেয়।
এদিন সকালে মারিশদায় ভয়াবহ দুর্ঘটনার জেরে মৃত্যু হয় দুই মহিলা শ্রমিকের। আহত হন অটো চালক সহ আরও ৯ জন। শুক্রবার সকালে দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে মারিশদার দইসাই ও তেলিপুকুরের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন- Nadia: স্ত্রীকে খুন করে সিঁড়ির নীচে পুঁতে বাথরুম তৈরি, গল্প করতে গিয়ে পর্দাফাঁস
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মারিশদার কামারদা থেকে একটি অটোতে করে চুল কারখানায় কাজে আসছিলেন ৯ মহিলা শ্রমিক। সেই সময় অটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই ওই দুই মহিলার মৃত্যু হয়। মৃত এক মহিলার নাম পদ্মাবতী মহড়া (৪৭)। তাঁর বাড়ি পশ্চিম কামারদা গ্রামে। অপরজনের পরিচয় জানা যায়নি।