কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু এমন যদি সত্যিই হয়? এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন হাবড়ার এক দিনমজুর। একটু আধটু নয়, একেবারে কয়েক কোটি টাকার মালিক হয়ে কার্যত ঘুম ছুটেছে সুদীপ্ত হাজরা নামে ওই দিনমজুরের। দ্বারস্থ হয়েছেন থানার।
ঘটনাটি উত্তর ২৪ পরগণার হাবড়া থানার বাউগাছি নাংলা পাড়া গ্রাম এলাকার। সুদীপ্ত হাজরা দীর্ঘদিন মহারাষ্ট্রের কর্মরত ছিলেন। মা মারা যাওয়ার পর গ্রামে ফিরে আসেন। কোনরকম দিনমজুরি করে সংসার চলছে। ওই যুবকের স্থানীয় এক গ্রাহক সেবা কেন্দ্রে অ্যাকাউন্ট রয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়েছিলেন যুবক। টাকা তোলার পরে দেখেন, তাঁর অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা রয়েছে। যা দেখে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
তড়িঘড়ি তিনি হাবরা থানা দ্বারস্থ হন। কোথা থেকে এতগুলি টাকা ওই দিনমজুরের একাউন্টে ঢুকলো তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে প্রশাসনও। ইতিমধ্যেই ওই অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে। সুদীপ্ত হাজরা জানিয়েছেন, আমার টাকা চাই না। আমার নিজের ব্যাংকের একাউন্টে দ্রুত সচল করে দিন। আমার যে টাকা পয়সা ছিল সেগুলো যাতে আমি তুলতে পারি। ঘটনার তদন্তে নেমেছে হাবরা থানার পুলিস।
আরও পড়ুন- Youth Missing: বকখালির সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধার