কলকাতা: আচরণবিধি লঙ্ঘন করায় পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে শোকজ করল নির্বাচন কমিশন। আসানসোল লোকসভা উপনির্বাচনের ঠিক আগে একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন। যদিও এর প্রতিক্রিয়ায় বিধায়কের দাবি, নির্বাচন কমিশনারের কাছ থেকে এই ধরনের কোনও নোটিস তিনি পাননি।
এই ঘটনার গুরুত্ব অনুযায়ী নির্বাচন কমিশনের ৩২৪ ধারা অনুযায়ী নরেন্দ্রনাথ চক্রবর্তী আগামী সাতদিন কোনওরকম নির্বাচনী মিটিং-মিছিল, রোড শো তে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকী আগামী সাতদিন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে সংবাদমাধ্যমে কোনও রকম প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
এর পরিপ্রেক্ষিতে আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন, কমিশনকে ধন্যবাদ জানাই। মারের বদলে মার। এ বিষয়ে নির্বাচন কমিশন কোনও রকম ব্যবস্থা গ্রহণ করে কি না এখন সেটাই দেখার। তিনি আরও বলেন, এই ধরনের মানুষকে সাতদিনের জন্য সাসপেন্ড করলে হবে না। আরও এই ধরনের মানুষ যাঁরা আছেন, এই রকম কথাবার্তা বললে তাঁদের বিরুদ্ধেও যেন এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন: Rampurhat Violence: বগটুইয়ে ফিরলেন মিহিলাল-শেখলালরা, নিরাপত্তার আশ্বাস এসডিপিওর
সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, যারা কট্টর বিজেপি, তাদের টলানো যাবে না। তাদের চমকাতে হবে। বিজেপি সমর্থকদের উদ্দেশে হুমকির সুরে তিনি বলেন, আপনি যদি ভোট দিতে যান, তাহলে আমরা ধরে নেব আপনি বিজেপিকে ভোট দেবেন। ভোটের পর আপনি কোথায় থাকবেন সেটা আপনার রিস্ক।
এনিয়ে ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপির সংসদীয় দল। পশ্চিমবঙ্গের সব বিজেপি সাংসদ মঙ্গলবারই কমিশনে নালিশ জানাতে যান। দলীয় প্রতিনিধিরা কমিশনে যাওয়ার আগে ওইদিনই রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী যে সুরে হুমকি দিয়েছেন ভোটারদের, তা নিয়ে অভিযোগ জানাবেন দলীয় সাংসদরা।
আরও পড়ুন: Rampurhat Violence: ১০ দিন পর পুলিসি ঘেরাটোপে বগটুইয়ে মিহিলাল, মমতার প্রতি কৃতজ্ঞ
তবে, মঙ্গলবার নরেন্দ্রনাথবাবুকে ভাইরাল ভিডিয়োয় বিজেপিকে ধমকি দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভাইরাল টাইরাল বুঝি না। আমি এখনও দেখিনি। তবে এই ভিডিয়ো পুরনো হতে পারে। যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন, তিনি এখন বিজেপিতে আছেন। তিনি তখন আমাদের নির্দেশকে দিতেন। সেই হিসেবে আমরা কাজ করতাম। নিচুতলার কর্মী আমরা। তবে দেখতে হবে ব্যাপারটা কী!