Friday, July 18, 2025
Homeজেলার খবরএবার জালে ‘ভুয়ো’ সেনা, চাকরির নামে লক্ষাধিক টাকা প্রতারণা

এবার জালে ‘ভুয়ো’ সেনা, চাকরির নামে লক্ষাধিক টাকা প্রতারণা

Follow Us :

বাঁকুড়া:  ভুয়ো IAS থেকে ভুয়ো CBI, এমনকি ভুয়ো বিচারপতি সেজেও চলছে মিথ্যে বলার খেলা। ভুয়ো সেনাই বা বাদ যায় কী করে?নকল পরিচয় পত্র বানিয়ে চেনা পরিচিতদের কাছে নিজেকে সেনাবাহিনীর জওয়ান পরিচয় দিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের এক নাবালক। স্থানীয় এক তরুণীর সঙ্গে সম্পর্ক রাখত সে। সেনাবাহিনীর পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দীর্ঘদিন নিজেকে সেনাবাহিনীতে কর্মরত বলে দাবি করেছে।

সেনাবাহিনীতে কাজের টোপ দিয়ে স্থানীয় যুবকের থেকে ১লক্ষ ৩০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমে প্রতারক যুবকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। শুরু হয়েছে্ তদন্ত। নকল পরিচয়পত্র তৈরিতে সহায়তা করায় গ্রেফতার করা হয়েছে স্টুডিওর মালিকেও। উদ্ধার হয়েছে সেনাবাহিনীর পোশাক ও ARMY লেখা একটি বাইক। অভিযুক্ত নাবালক হওয়ায় নাম প্রকাশ করেনি পুলিশ। অভিযুক্তের বাবার দাবি, ছেলে এসএসসি পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল।

আরও পড়ুন: পঞ্চায়েত দফতরে চাকরির নামে প্রতারণা

ভুয়ো পরিচয়পত্র ছাপিয়ে ফাঁসানো হয়েছে তাঁর ছেলেকে। দেবাঞ্জনকাণ্ডের পর নীলবাতি গাড়ি নিয়ে টনক নড়েছে প্রশাসনের। প্রতারণার অভিযোগে পুলিশের জালে পড়েছে রাজ্যে ছড়িয়ে থাকা ভুয়ো CBI, ভুয়ো মানবাধিকার কর্মী। ভুয়োকাণ্ড নিয়ে বিভিন্ন জায়গা থেকে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ছে কেউটে। এ যেন এক স্বপ্নের রাজ্য। চোখ বুজে ভাবলেই হয়ে যাওয়া যাচ্ছে IAS, CBI. যেমন তেমন নয়,  A গ্রেড অফিসার। নীলবাতি ঘুরিয়ে বেড়ানো যাচ্ছে। সরকারি আমলার সম্মান মিলছে। চাকরির ভরসায় এক কথায় লাখ লাখ টাকা হাতে তুলে দিচ্ছে পরিচিত, পাড়া প্রতিবেশীরা। প্রয়োজন শুধু একটা নকল পরিচয়পত্র। দিনের পর দিন এভাবেই সমাজে জাল পেতে রাখছে প্রতারকরা। কখনও প্রেমের ফাঁদে, কখনও চাকরির টোপে। দূর্বল শিকার খুঁজে বেড়াচ্ছে একদল নেকড়ে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39