কাকদ্বীপ: উপার্জন করানোর জন্য আগেই ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিয়েছিল বাবা। এবার মদ্যপ অবস্থায় চার ছেলে মেয়েকে মারধর করে বাড়ি থেকে থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মাঝের পাড়ায়। বাবার বিরুদ্ধে নালিশ জানাতে শুক্রবার থানায় হাজির হয় চার ভাইবোন। জানা গিয়েছে, অভিযুক্তের নাম গোপাল মণ্ডল।
স্থানীয় সূত্রে খবর, গোপাল মণ্ডল একটি নাচের দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর চার ছেলে মেয়ে রয়েছে। অভিযোগ, টাকার জন্য প্রায়শই স্ত্রী ও সন্তানদের উপর অত্যাচার চালাতেন তিনি। অত্যাচার সহ্য করতে না পেরে সম্প্রতি তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে ভিনরাজ্যে কাজ করতে চলে গিয়েছেন। মায়ের পাঠানো টাকাতেই চার ভাইবোন পড়াশোনা চালাচ্ছিল। অভিযোগ, ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করার চেষ্টা করতেন বাবা। তাদেরকে দিয়ে রোজগার করানোর জন্য জোর দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে।
আরও পড়ুন: নিছক বদলির জন্য চক্রান্তের অভিযোগ কেন, মামলাকারীকে ভর্ৎসনা আদালতের
অভিযোগ বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় চার ছেলে মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন গোপাল। চারজনেই প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেয়। তাদের মধ্যে ৩জন এখনও নাবালক। বড়ছেলে সদ্য আঠারোয় পা দিয়েছে। আজ তিন ভাইবোনকে সঙ্গে নিয়ে কাকদ্বীপ থানার দ্বারস্থ হন তিনি৷ এরপর নিজের বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তবে ঘটনার পর থেকেই এলাকা ছাড়া অভিযুক্ত বাবা। গোপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারাও।