বনগাঁ: উত্তর ২৪ পরগনার হাবড়ার (Habra) হিরাপোল এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। শুক্রবার সকালে ধানখেতে (Farmer) কোমরসমান একটি গাছে গলায় বেল্টের ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্বভাবতই তাঁদের মনে প্রশ্ন জাগে এত ছোট গাছে কী করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব? সেই সন্দেহ থেকেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাবড়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে (Habra police)।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রানা দাস। বাড়ি হাবড়ার কামারথুবা ২ নম্বর পল্লিতে। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে জানা যায়, বছর ১৯-এর রানা বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। কাজের বেরচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। এর মধ্যেই শুক্রবার সকালে হাবড়া হিরাপোল এলাকার ধানখেত থেকে পুলিশ রানার মৃতদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় শিলিগুড়িতে মৃত ৪
গাছ থেকে ঝুলন্ত দেহটি উদ্ধারের সময় তাঁর ব্যাগটি পিঠেই ছিল। রানার মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি পুরনো কোনও শত্রুতার জেরে তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা এক্ষুনি বলতে নারাজ পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাবড়া হাসপাতালে পাঠানো হয়েছে। সেই রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। যদিও ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে।