হাবড়া: পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের অশান্তি। বহুবার আলোচনা হয়েছে। মেলেনি সমাধানসূত্র। থানায়ও যাওয়া হয়েছে। লাভ হয়নি। কিন্তু শেষ রক্ষা হল না। সম্পত্তির জন্য সৎ ভাইকে কুপিয়ে খুন করল দাদা। ঘটনাটি হাবরা থানার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের যশুর গ্রামের।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিজিৎ ঘোষের বাবার দুটি বিয়ে, প্রথম পক্ষের ছেলে অভিজিৎ ঘোষ। দ্বিতীয় পক্ষে রয়েছে দুই ছেলে মেয়ে ভীরু ঘোষ ও তাঁর বোন। বোনের বিয়ে হয়ে গিয়েছে। কর্মসূত্রে ভাইয়েরা বিদেশেই থাকতেন। লকডাউন হওয়ায় গ্রামের বাড়িতে ফিরে এসে ছোটখাটো ব্যবসা শুরু করেন। এরপর থেকে প্রায়শই সম্পত্তি নিয়ে গণ্ডগোল শুরু হয়।
পুলিস সূত্রের খবর, ওই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল। একাধিকবার গ্রামের সদস্য থেকে শুরু করে থানার দ্বারস্থ হয়েছেন উভয় পরিবার। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এদিন রাতে ফের একবার অশান্তি চরমে ওঠে, দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন। বড় ভাই অভিজিৎ ঘোষ তার সৎ ভাই ভীরু ঘোষকে ছুরি দিয়ে আঘাত করে।
আরও পড়ুন- Bolpur: মাওবাদী যোগ সন্দেহে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র-সহ গ্রেফতার দুই
গুরুতর আহত অবস্থায় ভীরু ঘোষকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তারা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর থেকে অভিযুক্ত অভিজিৎ ঘোষ পলাতক। ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিস।