হলদিয়া: ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বুধবার হলদিয়া রিফাইনারির ন্যাপথা ইউনিটে সমস্ত কাজ বন্ধ ছিল৷ কীভাবে আগুন লাগল, কত ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে আইওসি এবং রাজ্য সরকার পৃথকভাবে তদন্ত শুরু করেছে৷ অগ্নিকাণ্ডের জেরে এদিন সকালে অস্থায়ী শ্রমিকরা দুর্ঘটনাস্থলের কাছে বিক্ষোভ দেখান। পরে দুপুর নাগাদ রাজ্যের সেচমন্ত্রী সৌমেনকুমার মহাপাত্র ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও পরিদর্শন করতে এসেছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।
বৈঠকে তিনি দাবি তুলেছেন, মৃত তিন জনের পরিবারকে ৫ লক্ষ টাকা আইওসির পক্ষ থেকে এবং ঠিকা শ্রমিক সংস্থার পক্ষ থেকে ৫ লক্ষ টাকা দিতে হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পরিদর্শনে ঢুকেছে। অন্যদিকে, রাজ্য সরকারের ফরেনসিকের এক প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্ত চালাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিসও।
জেলার পুলিস সুপার অমরনাথ কে এদিন বলেন, অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। আইওসির সেফটি টিম আজই এখানে এসেছে। তারাও আগুন লাগার কারণ ও কার গাফিলতিতে এ রকম হয়েছে তা খতিয়ে দেখছে। তিনি আরও বলেন, রাজ্যেরও ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এখনও আগুন কী করে লাগল, তা বোঝা যায়নি।
আরও পড়ুন: Haldia IOC fire: হলদিয়ার আগুন আপাতত নিয়ন্ত্রণে, জানাল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ
রাজ্যের সেচমন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র এদিন ক্ষতিগ্রস্ত পরিবার-পরিজনের সঙ্গে দেখা করেন। সূত্রের দাবি, মৃত-জখম শ্রমিকদের অধিকাংশই ভিন রাজ্যের বাসিন্দা৷ শ্রমিক মৃত্যুতে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন৷ আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।
বুধবার সকালে রিফাইনারির গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠন বিক্ষোভ দেখায়৷ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সিআইএসএফ তাদের আটকায়। তাই নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায় সেখানে।