কাঁথি : বিডিও অফিসের বাথরুম থেকে উদ্ধার এক আধিকারিকের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায়।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাথরুমে গেছেন, তারপর প্রায় আধ ঘন্টা কেটে গেছে। দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় বিডিও অফিসের কর্মীদের। এরপর ধাক্কা দিয়ে দরজা খোলার পর তাঁরা পঞ্চায়েত সমিতির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারুণ পতির ঝুলন্ত দেহ দেখতে পান। এই দৃশ্য দেখার পর আতঙ্কিত হয়ে পড়েন পঞ্চায়েত অফিসের কর্মীরা।
আরও পড়ুন : চার দশক পর কাঁথি পুরসভার অধিকার হারাল অধিকারীরা
ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত সমিতিতে এসে পৌঁছন ভিডিও অবোধ সিঙ্গল, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন এবং কাঁথি মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি। কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়, উনি প্রত্যেক দিনের মতোই সাড়ে ১০টা নাগাদ অফিস এসেছিলেন। সবার সঙ্গে কথাও বলেন। তারপর তিনি বাথরুমে যান। প্রায় আধ ঘন্টা কেটে যায়। কিন্তু তিনি বাথরুম থেকে বেরোচ্ছেন না দেখে অফিসের অন্যান্য কর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। তখন তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁথি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দারুয়া মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে কাঁথি থানার পুলিশ।