ইপাস না থাকায় সাঁকরাইল থানার পুলিশের নাকা চেকিংয়ের জন্য শ্বশুর বাড়ি না গিয়ে জামাইষষ্ঠীর দিন বাড়ি ফিরে যেতে হল বহু জামাইকে। করোনা পরিস্থিতির জন্য এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জনসাধারণের জন্য ইপাস নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু অনেকেই ইপাস সংগ্রহ করতে পারেননি। আজ বুধবার, ছিল জামাইষষ্ঠী। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ঝাড়গ্রাম জেলায় যাদের শ্বশুর বাড়ি যাওয়ার ছিল, তাঁদের ইপাস না থাকায় বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থেকে পুলিশের নাকা চেকিংয়ে যাদের কাছে ইপাস পাওয়া যায়নি, তাঁরা শ্বশুরবাড়ি না গিয়ে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। তেমনি ঝাড়গ্রাম জেলার যে বাসিন্দাদের শ্বশুর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়, তাঁরাও পুলিশের নাকা তল্লাশির জন্য ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ,বেলদা সহ বিভিন্ন এলাকায় জামাইষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে যেতে পারেননি জামাইরা। তার ফলে সাঁকরাইল থেকে তাঁদের বাড়ি ফিরে যেতে হয়। করোনা পরিস্থিতি নিয়ে ঝাড়্গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকা গুলিতে করোনার জন্য নাকা চেকিংয়ের কাজ চলছে। তাই পশ্চিম মেদিনীপুর জেলার সংযোগস্থল সাঁকরাইল ব্লকের মুড়াপুর এলাকায় নাকা চেকিংয়ের কাজ করছে সাঁকরাইল থানার পুলিশ। যার ফলে বহু জামাইকে জামাইষষ্ঠীর দিন শ্বশুর বাড়ি না গিয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে । ফলে জামাইষষ্ঠীর দিন শ্বশুর বাড়ি যেতে না পেরে হতাশ হয়ে পড়েছেন বহু জামাই।
Html code here! Replace this with any non empty text and that's it.