Friday, July 18, 2025
HomeScrollPurulia Bandh: কংগ্রেসের ডাকা পুরুলিয়া বনধে মিশ্র সাড়া, বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থীরা

Purulia Bandh: কংগ্রেসের ডাকা পুরুলিয়া বনধে মিশ্র সাড়া, বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থীরা

Follow Us :

পুরুলিয়া: যেখানে মূল ঘটনা, সেই ঝালদা শহরের মানুষ বনধকে সমর্থন করলেন। সকাল থেকেই রাস্তায় কোনও যান দেখতে পাওয়া যায়নি। দোকানপাট বন্ধ। জেলায় আজকের বনধে মাধ্যমিক পরীক্ষার্থীরা বেশ খানিকটা অসুবিধার সম্মুখীন হবে। বিশেষ করে ঝালদা, জয়পুর, কোটশীলা এলাকার পরীক্ষার্থীরা। যদিও কংগ্রেসের এই বনধে মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাড় দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, পরীক্ষার্থীরা বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে যাবে কীভাবে?
শহরের জনপ্রিয় এই নেতাকে খুনের ঘটনা ঝালদার মানুষ ভালোভাবে নেননি। ফলে এই শহরে বন্ধ হয়েছে সর্বাত্মক। শহরের বাসিন্দারা চাইছেন, এই খুনের কিনারা করুক পুলিস। যদিও পুরুলিয়া শহরে সেভাবে এই বনধের কোনও প্রভাব পড়েনি। দোকানপাট অন্যান্য দিনের মতোই খুলতে শুরু করেছে। সবজি বাজারে মানুষের ভিড়। বেসরকারি বাস কম চললেও সরকারি বাস পরিষেবা চালু রয়েছে। জেলার বেশ কয়েকটি থানা এলাকার রুটের বেসরকারি বাস চলাচল না করায় মানুষ খানিকটা অসুবিধায় পড়েছেন।

আরও পড়ুন: Hijab Row Karnataka HC: হিজাব বিতর্কে চূড়ান্ত রায়দান কর্নাটক হাইকোর্টের, বেঙ্গালুরুতে জারি ১৪৪ ধারা

রঘুনাথপুর এলাকায় বনধের একই চেহারা। সকাল থেকেই বাজারহাট খুলেছে। বেসরকারি বাস কম দেখা গেলেও সরকারি বাস চালু রয়েছে। শহর রঘুনাথপুর কংগ্রেসের পক্ষ থেকে একটি বনধের সমর্থনে মিছিল বের করা হয়।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39