একটি পূর্ণ বয়স্ক হাতির রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের বীরড়পাড়ার দলমোড় চা বাগানে। বুধবার ভোরের আলো ফুটতেই জলপাইগুড়ির বনবিভাগের দলমোড় চা বাগানের পাশে ওই প্রকান্ড হাতিটিকে পড়ে থাকতে দেখে বন দফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। হাতিটির মৃতদেহের প্রাথমিক পরীক্ষার পর বনকর্তাদের অনুমান, সম্ভবত ফসল বাঁচানোর কারণে এক শ্রেণির কৃষকরা নিজেদের জমি ঘিরতে বৈদ্যুতিক তারের বেড়া ব্যবহার করেন। সেই বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে হাতিটির। ময়নাতদন্তের পরেই ওই হাতি মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন বনকর্তারা।
আরও পড়ুন : সঙ্গিনীর জন্য লড়াই দুই দাঁতালের