Saturday, July 5, 2025
Homeজেলার খবরBankura Rain: ছিটেফোঁটা জল ঝরল বাঁকুড়ায়

Bankura Rain: ছিটেফোঁটা জল ঝরল বাঁকুড়ায়

Follow Us :

বাঁকুড়া: তাপপ্রবাহে পুড়ছে বাঁকুড়া৷ বৃষ্টির আশাতে আকাশের দিকে চেয়ে ছিলেন বাঁকুড়ার মানুষ৷ বৃহস্পতিবারের কালো আকাশ মনে বৃষ্টির আশা জাগাল বটে৷ বৃষ্টিও নামল৷ কিন্তু সাধ মিটল না৷ সেখানকার লোকজনই বলাবলি শুরু করেন, যেন জল ঝরল বাঁকুড়ায়৷

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, এ দিন বাঁকুড়ার কিছু অংশে বর্জ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ পূর্বাভাস মিলিয়ে ভরদুপুরে নামে বৃষ্টি৷ তবে কিছুক্ষণ পরই থেমে যায়৷ ছিটেফোঁটা বৃষ্টিতে কি গরম কমে? বাঁকুড়াবাসীর কথায়, তপ্ত গরম থেকে বাঁচতে তুমুল ঝড়-বৃষ্টি চাই৷

বাঁকুড়ার পাশাপাশি দুই বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আর ঘণ্টাখানেকের মধ্যে সেখানে বৃষ্টি নামবে৷ জেলাগুলিতে নামমাত্র বৃষ্টিপাত হলেও কলকাতার প্রাপ্তি শূন্য৷ তবে শুক্রবারের পর দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস৷ জানিয়েছে, আগামী সপ্তাহে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে কলকাতায়৷

আরও পড়ুন: Jammu Temperature: জম্মুতে রেকর্ড তাপমাত্রা, পানীয় জল ও বিদ্যুৎ সংকটে বাড়ছে ক্ষোভ

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39