মেদিনীপুর: এক মাসে একটি এটিএম থেকেই এক কোটি একুশ লক্ষ্য টাকা লুঠ করা হয়েছে৷ অভিযোগ পেয়ে তদন্ত চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ৷ মেদিনীপুরের কোতোয়ালী থানা এলাকার ঘটনা৷
আরও পড়ুন- গ্রীন করিডোর করে সাপে কাটা রোগীকে বাঁচাল পুলিশ
নিয়মকরে এটিএম এজেন্সির কর্মীরা মেশিনে টাকা ভরে যান৷ কিন্তু সাধারণ মানুষ এটিএমে গিয়ে টাকা পান না৷ প্রায় এক মাস ধরে এমন চলতে থাকে৷ বাধ্য হয়ে এটিএম এজেন্সি কর্তৃপক্ষ স্থানীয় কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ জানায়৷ পুলিশ তদন্ত শুরু করে৷ কেশপুর ও মেদিনীপুরের আবাস এলাকায় অভিযান চালিয়ে মোট তিন জনকে গ্রেফতার করে। প্রথমে সুদীপ ঘোষ ও শুভদীপ কুলোভি নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। পরে জুগনিতলা থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মেদিনীপুর কোর্টে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়৷ কিন্তু আদালত ৯ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে।
আরও পড়ুন- ফোনে আড়ি পাতা নিয়ে তুমুল বিতর্ক, বিবৃতি দিল পেগাসাস নির্মাতা এনএসও
পুলিশ সূত্রে খবর, এটিএমে টাকা ঢোকানোর সময়েই এজেন্সি কর্মীরা টাকা সরিয়ে ফেলেন। ফলে হিসাবে গরমিল দেখা যায়৷ এক মাসে প্রায় এক কোটি ২১ লাখ টাকা লোপাট হয়েছে।