কলকাতা টিভি ওয়েব ডেস্ক: করোনার (Covid-19) তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে। এই মুহূর্তে সমস্ত রকম জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার (Covid 19 West Bengal)। সংক্রমণের আশঙ্কায় গত ২ জানুয়ারি থেকে বন্ধ হয়েছে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র (Tourist Spot) ও সংরক্ষিত বনাঞ্চলগুলি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের (Tourist Spot in Bengal)।
করোনার (Corona Updates) দাপটে শীতের মরশুমে বাধা পর্যটন শিল্পে। রাজ্যের অন্যান্য ক্ষেত্র গুলিতে ৫০ শতাংশ মানুষ নিয়ে সচল রাখা হলেও, পর্যটন শিল্প পুরোপুরি অচল হয়ে গিয়েছে। ফলে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। রুটিরুজি হারানোর আশঙ্কায় ৫০ শতাংশ পর্যটকদের নিয়ে অবিলম্বে জঙ্গল দাবিতে সরব হয়েছেন সকলে ।
শুক্রবার জলদাপাড়া জাতীয় উদ্যানে ঢোকার মূল গেটে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন জিপসি চালক, গাইড থেকে শুরু করে নৃত্য শিল্পীরা।
একাংশের দাবি কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন তাঁরা। জিপসি কিনতে নিতে হয়েছে ব্যাঙ্ক ঋণ, বকেয়া পড়েছে বিদ্যুতের বিল, এমনকী পর্যটকদের মনোরঞ্জনের জন্য যে নৃত্য শিল্পীরা নেচে সামান্য উপার্জন করতেন তাও এখন বন্ধ রয়েছে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে রীতিমতো দুশ্চিন্তায় স্থানীয় পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেকেই।
আরও পড়ুন Gangasagar Mela: তিন সদস্যের কমিটির নজরদারিতে গঙ্গাসাগর মেলার অনুমতি কলকাতা হাই কোর্টের
আরও পড়ুন PM Modi: ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনে মোদি, থাকবেন মমতা