চন্দ্রকোনা: ফাঁকা ক্লাস রুম, ধুলোমাখা বেঞ্চের ওপরে বসেই সিগারেটের (Smoking Cigarettei) ধোঁওয়া ওড়াতে ব্যস্ত তখন বছর ১৭ র কয়েকজন ছাত্র ছাত্রী (students viral video 2021) । এপারে দাড়িয়ে সেই মুহূর্তই ভিডিয়ো করছে আরেকজন ছাত্রী। আর এই ভিডিয়োতেই (smoking viral video) ধরা পড়েছে ফিল্মি কায়দায় এক ছাত্রী সিগারেটের ধোঁওয়া ( girls Smoking in the classroom video) মুখে নিয়ে গ্রুপের অপর এক ছাত্রের মুখের সামনে ছাড়ছে। আর যা সামনে আসতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চাপে পড়ে ৫ ছাত্রছাত্রীকে সাসপেন্ড বিদ্যালয় কর্তৃপক্ষের। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জোড়া হাইস্কুলে (chandrakona High School) । চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
আরও পড়ুন শেখ সুফিয়ানের রক্ষাকবচ তুলে নিল কলকাতা হাইকোর্ট
দীর্ঘদিন পর স্কুল খুলেছে। পাশাপাশি বন্ধুদেরকে নিয়ে ক্লাস করার আনন্দে মেতেছে পড়ুয়ারা। এরই মধ্যে শনিবার ক্লাসরুমের মধ্যে ধূমপানের এই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। জানা গেছে এই ঘটনায় যুক্ত ছিলেন একাদশ ও দ্বাদশ ক্লাস মিলিয়ে মোট ৫ জন ছাত্র-ছাত্রী। শুক্রবার কোনও কারণে তাঁদের ক্লাস বন্ধ ছিল। আর সেই সুযোগেই তাঁরা ক্লাস রুমে বসে ধূমপান শুরু করে। এরপরই শনিবার ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। নজরে আসতেই ঐ ৫ পড়ুয়াকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়। তবে তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, তাঁরা পরীক্ষা যাতে দিতে পারে, সেদিকে ছাড় দিয়েছে স্কুল কর্তৃপকযদিও এই ঘটনা নতুন নয় এই স্কুলে। এর আগেও একাধিকবার সামনে এসেছে এরকম ঘটনা। ক্লাস চলাকালীন ছাত্রীদের মদ্যপান থেকে শুরু করে হিন্দি গানে টিকটক বানানোর ভিডিয়ো এর আগে ভাইরাল হয়েছে। বারবার এ ধরনের ঘটনায় শিক্ষকের গাফিলতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অভিভাবকরা। নিন্দার ঝড় উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের উপরে।

এই বিষয়ে অবিভাবকেরা জানিয়েছেন , লকডাউনে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পরেও স্কুল খুললে ছাত্র-ছাত্রীরা এখনও উশৃঙ্খল জীবনযাপন থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। যে ঘটনা ঘটেছে তার জন্য শুধুমাত্র দায়ী স্কুলের শিক্ষকরা। বিষয়টাকে খাটো করে দেখতে চাইনি বিদ্যালয়ের পরিচালন কমিটি। ঘটনার কথা স্বীকার করে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন-” এই ঘটনাটি ঘটেছে বিদ্যালয়ের মধ্যে এটা অস্বীকার করার কোন জায়গা নেই। আমরা আরও সতর্কতা হব, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে।”