বেলুড়: রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ অসুস্থ। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ বেলুড় মঠ থেকে তাঁকে নিয়ে এসে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ডাক্তাররা তাঁকে পরীক্ষা করছেন। সূত্রের খবর, বয়সজনিত সমস্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সন্ধ্যায় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহারাজের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসক অজয় সরকারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বুকে সংক্রমণ ধরা পড়েছে তাঁর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। খাওয়াদাওয়া স্বাভাবিকভাবেই করছেন। কথাবার্তাও বলছেন মহারাজ। ৭২ ঘণ্টা মেডিক্যাল বোর্ডের নজরদারিতে থাকবেন। এছাড়াও তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের মতামতও নেওয়া হচ্ছে। তাঁর জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।