skip to content
Thursday, May 1, 2025
HomeCurrent Newsমাঝ সমুদ্রে ট্রলার ডুবি, উদ্ধার ১২

মাঝ সমুদ্রে ট্রলার ডুবি, উদ্ধার ১২

Follow Us :

প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে ডুবে গেল একটি ট্রলার। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বকখালি থেকে আরও গভীরে বঙ্গোপসাগরে। ডুবন্ত ট্রলার থেকে ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করে অন্য ট্রলারের মৎস্যজীবীরা। এফ বি তারা মা নামে ওই ট্রলারটি নামখানার থেকে বৃহস্পতিবার বিকেলে পাড়ি দিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় সরকারি ভাবে গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য দফতর। কিন্তু এই ট্রলারটি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে পাড়ি দেয়। বকখালি থেকে আরও ঘন্টা দুই যাওয়ার পর ট্রলারের পাটাতন ফেটে জল ঢুকতে থাকে। ট্রলারে থাকা মৎস্যজীবীরা সাহায্যের আশায় চিৎকার করতে থাকলে অন্য একটি ট্রলারের মৎস্যজাবীরা এসে তাঁদের উদ্ধার করেন। তবে ট্রলারে মোট কতজন মৎস্যজীবী ছিল তা খোঁজ নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular