মালদহ: ইংরেজবাজার ধর্ষণ কাণ্ডে তদন্তের অগ্রগতি সম্বন্ধে জানতে তিন পুলিস আধিকারিককে লালবাজারে তলব করা হল। তদন্তকারী অফিসার, ইংরেজবাজার থানার আইসি ও এসডিপিও বা অতিরিক্ত পুলিস সুপার মর্যাদার অফিসারকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছে। আজ, শনিবার বিকেল ৪টেয় স্পেশাল পুলিস কমিশনার-২ এর অফিসে ধর্ষণ কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এই তিন অফিসারকে।
২৭ মার্চ ইংরেজবাজারে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিস। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সম্প্রতি এই ঘটনা সহ মোট চারটি ধর্ষণের ঘটনার তদন্ত নিয়ে সিট গঠনের নির্দেশ দেয় আদালত। আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে হবে তদন্ত।
ইংরেজবাজার ছাড়াও মাটিয়ে, দেগঙ্গা, বাঁশদ্রোণী- ধর্ষণ মামলার তদন্তে নেতৃত্বে থাকবেন দময়ন্তী। আদালত জানিয়েছে, রাজ্য এ বিষয়ে কথা বলবে দময়ন্তী সেনের সঙ্গে। মঙ্গলবার এই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। পাশাপাশি রাজ্য এত দিন কী তদন্ত করল, তার রিপোর্ট জমা দেবে আদালতে।
আরও পড়ুন: British PM likely to visit India : আগামী সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা